ঘটনাবহুল, বর্ণিল জীবন; এই অভিনেতাকে নিজের বায়োপিকে দেখতে চেয়েছিলেন বাপ্পি
সংগীত পরিচালক তথা গায়ক বাপ্পি লাহিড়ি আকস্মিক প্রয়াণ। শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে। মঙ্গলবার রাতে মুম্বইয়ের জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর। ‘৮০ এবং ‘৯০-এর দশকে নিজের গানের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।
দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন, সুর দিয়েছেন। হিন্দিতে ‘ডিস্কো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি ৩’ সিনেমার জন্য। বলিউডের ‘ডিস্কো কিং’-এর ঘটনাবহুল এবং বর্ণিল জীবন পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন একাধিক পরিচালক-প্রযোজক।
অতীতে এক সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ি জানিয়েছিলেন, তাঁর জীবনীচিত্র বানাবেন বলে বহু পরিচালক এবং প্রযোজক ভিড় করেছিলেন তাঁর কাছে। যদিও এ বিষয় কোনও চূড়ান্ত কথা বার্তা হয়ে ওঠেনি। তবে নিজের যৌবনকালের চরিত্রে নাকি রণবীর সিং-কে দেখার ইচ্ছে ছিল বাপ্পির। চেয়েছিলেন, তাঁর ফেলে আসা দিনগুলি পর্দায় ফুটিয়ে তুলুক রণবীর।
বাপ্পি লাহিড়ির বড় মাপের ভক্ত রণবীর সিং। বিভিন্ন সময় একাধিক বার সেকথা জানিয়েছেন তিনি। ভবিষ্যতে কি সত্যিই ‘ডিস্কো কিং’ হয়ে পর্দায় ধরা দেবেন রণবীর? প্রয়াত সংগীত শিল্পীর মনবাসনা কী আদৌ কোনও দিনও পূরণ হবে? এই উত্তর তো সময়ই দেবে।
For all the latest entertainment News Click Here