গ্র্যান্ড চেস ট্যুরে অঘটন, বিশ্বনাথন আনন্দকে হারিয়ে দিলেন নবীন জিএম গুকেশ
শুভব্রত মুখার্জি: ভারত তথা বিশ্ব দাবার ইতিহাসে অন্যতম বড় অঘটনটি ঘটিয়ে ফেললেন টিনএজার গ্র্যান্ডমাস্টার গুকেশ। কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথান আনন্দকে হারিয়ে দিয়ে সকলকে চমকে দিলেন তিনি। ২০২৩ সুপার ইউনাইটেড রাপিড অ্যান্ড ব্লিটজ টুর্নামেন্টে ঘটেছে ঘটনাটি।সেখানেই নাটকীয়ভাবে আনন্দকে হারিয়ে সকলকে চমকে দিয়েছেন গুকেশ। এই টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে ঘটেছে এই অঘটনের ঘটনাটি।
১৭ বছর বয়সী গুকেশ দাবার ইতিহাসে ঘটিয়ে দিয়েছেন অন্যতম বড় অঘটনটি। ৪০ মুভের এই লড়াইতে হার মানতে হয়েছে আনন্দকে। আনন্দের বিরুদ্ধে গুকেশের এটাই প্রথম জয়। টুর্নামেন্টের প্রথম লড়াইতেই আনন্দকে হারিয়ে দেন গুকেশ। এই মুহূর্তে দুই দাবাড়ুর পয়েন্ট ১০। ফলে তালিকায় চতুর্থ স্থানে টাই অবস্থায় রয়েছেন দুজনেই।
গ্র্যান্ড চেস টুর্নামেন্টের সোশ্যাল মিডিয়ায় এই জয় সম্বন্ধে বলতে গিয়ে গুকেশ জানিয়েছেন, ‘এই জয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি খুব খুশি। আমি মনে করি আজকের দিনে আমি ভালো খেলেছি। আমি ভালো খেলেছি ঠিকই, তবে খুব সহজে সমতা ফিরিয়ে ছিলেন আনন্দ। এরপর কালো ঘুটি নিয়ে উনি একটা ভুল করেন। এরপর বিষয়টা বেশ ঘোরালো হয়ে যায়। সেখান থেকে খেলাটা খুব মুস্কিল ছিল।’
আরও পড়ুন:- Duleep Trophy 2023: চার-ছক্কায় IPL-এর স্মৃতি ফেরালেন রিঙ্কু, দলীপ ট্রফির ফাইনালের টিকিট পূজারাদের হাতে
ম্যাচ শেষে তাঁর সঙ্গে আনন্দের কথোপকথন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ম্যাচটা নিয়ে আলোচনা করছিলাম। আমাকে অনেক কিছু উপদেশও দিয়েছেন আনন্দ স্যার।’
টুর্নামেন্টে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন ফ্যাবিয়ানো কারুয়ানা এবং ইয়ান নেপোমনিয়াচতি। দুজনের দখলেই রয়েছে ১২ পয়েন্ট করে। দিনের শুরুটা শীর্ষে থেকে করেছিলেন বিশ্বনাথন আনন্দ। তবে সেটব্যাকের সম্মুখীন হন তিনি। হেরে গিয়ে দুই পয়েন্টে পিছিয়ে পড়তে হয় তাঁকে। অন্যদিকে বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা ম্যাগনাস কার্লসেন তাঁর হারানো ফর্ম কিছুটা ফিরে পেয়েছেন। তিনি এই মুহূর্তে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন। এখনও ব্লিটজ টুর্নামেন্টের আরও দুই দিনের খেলা বাকি রয়েছে।
For all the latest Sports News Click Here