‘গ্রেফতার’ অমিতাভ! হেলমেট ছাড়া ছবি ভাইরালের পর শেহনশাহ-র নয়া পোস্ট ঘিরে হইচই
হেলমেট ছাড়াই দ্রুত গন্তব্যে পৌঁছাতে অনুরাগীর বাইকে উঠে বিতর্কে জড়িয়েছেন অমিতাভ। মুম্বই পুলিশ জরিমানাও আরোপ করেছে বলিউডের মেগাস্টারের উপর। স্টারডমের জেরে মোটেই ছাড় পাননি বিগ বি। কিন্তু এর জেরে মন ভাঙেনি তারকার, বরং ফুরফুরে মেজাজেই সোশ্যাল মিডিয়ায় ধরা দিচ্ছেন তিনি। কখনও ভুলবশত খুদে পাক ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলে বসছেন, আবার কখনও মাথায় টিকিযুক্ত (যা গরমে ফ্যানের কাজ করে) পথচারীর মজার ভিডিয়ো পোস্ট করছেন।
এর মাঝেই শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শেহনশাহ কাঁচুমাচু মুখে জানালেন, ‘গ্রেফতার’। না ঘাবড়ে যাবেন না, অমিতাভ গ্রেফতার হননি। একটি পুলিশ ভ্যানের পাশে বিষন্নমুখে দাঁড়িয়ে ছবি তুলেছেন, সঙ্গে ক্যাপশনে লিখেছেন- ‘অ্যারেস্টেড’। নেটিজেনরা নিশ্চিত মজা করছেন মহানায়ক। কারণ ‘ডন কো পকড় না মুশকিল হি নেই, না-মুমকিন হ্যায়’। তবে অমিতাভের ‘সোয়্য়াগে’ মুগ্ধ ভক্তরা। কমেন্ট বক্সে অভিনেতার ‘ডন’ ছবির কালজয়ী সংলাপ পোস্ট করেছেন অনেকেই। একজন লেখেন, ‘মুম্বই পুলিশ তবে ডনকে ধরতে পারল? ১১টা দেশের পুলিশ যা করতে পারেনি, ওরা করে দেখালো!’ অভিনেতা ইব্রাহিম মুজাম্মিল মন্তব্য বাক্সে শাহরুখের ডিডিএলজে-র সংলাপ ধার করে লেখেন, ‘বড়ে বড়ে দেশোমে এয়সি ছোটি ছোটি বাতে হোতি রহতি হ্যায়…’।
দিন কয়েক আগেই বাইকে চড়ার ফোটো সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু সেখানে দেখা যায় হেলমেট নেই তাঁর মাথায়। এমনকী চালকের মাথাও খালি। নিজের পোস্টে অমিতাভ লিখেছিলেন মুম্বইয়ের ট্রাফিক থেকে বাঁচতেই তিনি নাকি গাড়ি ছেড়ে বাইকে উঠে পড়েন। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে নেটিজেনদের একটা বড় অংশ। মুম্বই পুলিশ নড়েচড়ে বসতেই ১৮০ ডিগ্রী ঘুরে যান অমিতাভ। জানান তিনি নাকি প্র্যাঙ্ক করছিলেন, ওই ছবি নাকি শ্যুটের অংশ।
পাল্টি খেয়ে বর্ষীয়ান অভিনেতা তাঁর ব্লগে দাবি করলেন, বাইক চড়া নিয়ে পোস্টের পুরোটাই নাকি ছিল মজা। বিগ বি লিখেছেন, ‘ফটো দেখে কেউ আমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন। তবে সব থেকে বেশি চর্চা হল হেলমেট না থাকা নিয়ে। দিনটা ছিল রবিবার। আসল ব্যাপার হল এটা মুম্বইয়ের রাস্তায় শ্যুটের ছবি। বালার্ড এস্টেটের একটি রাস্তায় শ্যুটের জন্য পারমিশন আগেই নেওয়া ছিল। রবিবার বাছা হয়েছিল কারণ অফিস ছুটি থাকবে আর জ্যাম কম হবে। রাস্তাটা মাত্র ৩০-৪০ মিটারের। আমার চারপাশে ক্র। আমি যেই পোশাকটি পরে আছি সেটাও সিনেমার। আমি শুধুমাত্র বোকা বানোনর জন্য পোস্টটি করেছিলাম।’ সকলকে হেলমেট পরে বাইক চড়ার উপদেশও দেন অমিতাভ, বলেন ট্রাফিক আইন মেনে চলতে।
আপতত ‘সেকশন ৮৪’-এর শ্যুটিং করছেন তারকা। যা পরিচালনায় রয়েছেন বাংলার ছেলে ঋভু দাশগুপ্ত। এছাড়াও নাগ অশ্বিনের সাই-ফাই ছবি ‘প্রোজেক্ট কে’তে দেখা যাবে অমিতাভকে। এই ছবির সেটেই পাঁজরে চোট পেয়েছিলেন বিগ বি।
For all the latest entertainment News Click Here