গ্রুপ লিগে লাঞ্ছিত হয়ে ফাইনালে ফের ভারতের মুখে পাকিস্তান, চোখ থাকবে কাদের দিকে?
গ্রুপ লিগে পাকিস্তানকে একতরফাভাবে হারিয়ে দেয় ভারত। এবার এমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে ফের ভারতের সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রবিবারের হাই-ভোল্টেজ খেতাবি লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক দু’দল কোন পথে ফাইনালে ওঠে। দু’দলের কোন কোন ব্যাটার ও বোলার টুর্নামেন্টে রং ছড়িয়েছেন, চোখ রাখা যাক সেদিকেও।
কোন পথে ফাইনালে ভারত:-
১. গ্রুপ লিগের প্রথম ম্যাচে আমিরশাহিকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
২. গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে পরাজিত করে।
৩. গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে বিধ্বস্ত করে।
৪. সেমিফাইনালে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে দেয়।
কোন পথে ফাইনালে পাকিস্তান:-
১. গ্রুপ লিগের প্রথম ম্যাচে নেপালকে ৪ উইকেটে হারিয়ে দেয়।
২. গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে আমিরশাহিকে ১৮৪ রানে পরাজিত করে।
৩. গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায়।
৪. সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬০ রানে পরাজিত করে।
গ্রুপ লিগে ভারত-পাকিস্তান ম্যাচের গতিপ্রকৃতি:-
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ৪৮ ওভারে ২০৫ রানে অল-আউট হয়ে যায়। সব থেকে বেশি ৪৮ রান করেন কাসিম আক্রম। ৫টি উইকেট নেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩৬.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলে ম্যাচ জিতে যায়। সাই সুদর্শন অপরাজিত ১০৪ রান করেন। ৫৩ রান করেন নিকিন জোস। ম্যাচের সেরা হন সুদর্শন।
আরও পড়ুন:- Kohli Breaks Sachin’s Record: সচিনের ‘সেঞ্চুরির’ রেকর্ড ভেঙে কিংবদন্তি ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি
টুর্নামেন্টে ভারতের সেরা পাঁচ ব্যাটার:-
১. যশ ধুল- ৩টি ইনিংসে ১৯৫ রান।
২. সাই সুদর্শন- ৪টি ইনিংসে ১৯১ রান।
৩. অভিষেক শর্মা- ৪টি ইনিংসে ১৬০ রান।
৪. নিকিন জোস- ৩টি ইনিংসে ১১১ রান।
৫. ধ্রুব জুরেল- ২টি ইনিংসে ২২ রান।
টুর্নামেন্টে ভারতের সেরা পাঁচ বোলার:-
১. নিশান্ত সিন্ধু- ৪ ম্যাচে ১০টি উইকেট।
২. মানব সুতার- ৪ ম্যাচে ৯টি উইকেট।
৩. রাজবর্ধন হাঙ্গার্গেকর- ৩ ম্যাচে ৮টি উইকেট।
৪. হর্ষিত রানা- ৪ ম্যাচে ৬টি উইকেট।
৫. অভিষেক শর্মা- ৪ ম্যাচে ২টি উইকেট।
আরও পড়ুন:- ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫০তম টেস্টে গাভাসকর যে রেকর্ড গড়েন, ১০০তম টেস্টে হুবহু সেই নজির গড়লেন কোহলি- চমকে দেওয়া মিল
টুর্নামেন্টে পাকিস্তানের সেরা পাঁচ ব্যাটার:-
১. ওমর ইউসুফ- ৪টি ইনিংসে ১৪৮ রান।
২. মহম্মদ হ্যারিস- ৪টি ইনিংসে ১৩০ রান।
৩. সাহেবজাদা ফারহান- ৩টি ইনিংসে ১১০ রান।
৪. কামরান গুলাম- ৩টি ইনিংসে ১০৯ রান।
৫. সইম আয়ুব- ৪টি ইনিংসে ১০২ রান।
টুর্নামেন্টে পাকিস্তানের সেরা পাঁচ বোলার:-
১. কাসিম আক্রম- ৩ ম্যাচে ৬টি উইকেট।
২. আর্শাদ ইকবাল- ২ ম্যাচে ৫টি উইকেট।
৩. সুফিয়ান মুকিম- ২ ম্যাচে ৫টি উইকেট।
৪. শাহনওয়াজ দাহানি- ৩ ম্যাচে ৫টি উইকেট।
৫. মহম্মদ ওয়াসিম- ৩ ম্যাচে ৫টি উইকেট।
For all the latest Sports News Click Here