‘গ্রীস, ডিম, জলের বেলুন…’! হানি সিং-এর পছন্দ দিল্লির ‘নোংরা-দুষ্টু’ দোল
এভাবে শুষ্ক হোলি খেলে মন ভরে না ইয়ো ইয়ো হানি সিং-এর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোট বেলার ‘নোংরা ও দুষ্টু’ দোল খেলার অভিজ্ঞতা শেয়ার করে নিলেন গায়ক।
‘আমি কিন্তু ছোটবেলা থেকেই দোল খেলতে ভালোবাসি, যখন এটি ভেজা আর বন্য ছিল। আমরা সকাল ৭টায় শুরু করতাম এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত চলত। কী না ব্যবহার করতাম রং খেলতে। গ্রীস, গাঢ় রঙ, ডিম এবং জলের বেলুন নিয়ে দোল সত্যিই নোংরা হয়ে যেত। কিন্তু এখন আমি এগুলোর সঙ্গে সেই সব দিনে করা মজাও খুব মিস করি।’, বললেন গায়ক। তবে স্বীকার করে নেন ‘কখনও ভাং খাওয়ার চেষ্টা’ করেননি।
তবে বলিউডের দোলের পার্টিও তো খুবই বিখ্যাত, সেগুলো কেমন লাগে প্রশ্ন করা হলে হানি সিং জবাব দেন, ‘এই দিক থেকে আমি কিন্তু একেবারে আলাদা। দিওয়ালি, হোলির মতো সব অনুষ্ঠান দিল্লির বন্ধুদের সঙ্গে পালন করতেই ভালো লাগে, কোনও বলিউডের পার্টিতে যাওয়ার থেকে।’ সঙ্গে জানালেন, তার অ্যালবাম ‘হানি ৩.০’-র কাজ নিয়ে এবার থাকবেন স্টুডিয়োতে। দোলের দিনও কাজ করবেন।
‘গত ১০ বছর ধরে দুবাইতে হোলি পালন করছি ও ওখানে পারফর্ম করছি। ওখানকার দোলের ব্যাপারই আলাদা। যেখানে নানা বর্ণ, ধর্ম এবং সংস্কৃতির মানুষ একত্রিত হয় ও রং খেলে। ওয়াটার পার্ক ভাড়া করে, যেখানে ১০ হাজার থেকে ১৫ হালার লোক জড়ো হয় এবং রং খেলার সময় আমরা পারফর্ম করি।’ প্রসঙ্গত, এটা হানি সিং-এর জন্মদিনের মাস। গায়ক ১৫ মার্চ ৪০ বছর বয়স পূর্ণ করবেন।
দিনকয়েক ধরে হানি খবরে ছিলেন ডিভোর্স ও নতুন প্রেমের কারণে। ‘লুঙ্গি ডান্স’ খ্যাত গায়কের নামে গত বছরে শারীরিক হিংসা, যৌন হিংসা, মানসিক উৎপীড়ন এবং আর্থিক তছরুপের মতো অভিযোগ করেছিলেন প্রাক্তন স্ত্রী শালিনী। ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল ২০ কোটির। শালিনী জানিয়েছিলেন, তাঁদের হানিমুনের সময় থেকেই হানি তাঁর গায়ে হাত তোলা শুরু করেন। সঙ্গে বরের মদের নেশা, একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন শালিনী। অবশেষে ২০২২ সালের সেপ্টেম্বরে ১ কোটি টাকা খোরপোশ নিয়ে হানিকে ডিভোর্স দেন শালিনী।
আপাতত টিনা থারানির সঙ্গে প্রেম করছেন। ডিভোর্সের তিন মাস যেতে না যেতেই নতুন প্রেমিকার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন হানি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here