গ্রীষ্মের দুপুরে ঋত্বিকের পোস্টে বসন্তের ছোঁয়া, অপরাজিতার জন্য কী করলেন
কাজের ফাঁকে আচমকাই নস্টালজিয়ায় ভাসলেন ঋত্বিক চক্রবর্তী। গ্রীষ্মের তপ্ত গরমে হঠাৎই বসন্তের মিষ্টি মধুর ছোঁয়া দেখা গেল টেকো খ্যাত অভিনেতার টাইমলাইনে পোস্ট করলেন তাঁর এবং তাঁর বেটার হাফ অপরাজিতা ঘোষের কিছু অদেখা ছবি। ভাসলেন স্মৃতির সাগরে।
রবিবার ছুটির দিনে তাঁর এবং অপরাজিতার কিছু পুরনো ছবির কোলাজ বানিয়ে একটি ভিডিয়ো তৈরি করে পোস্ট করেন ঋত্বিক। এই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘স্বর্ণ যুগের শুরুর দিকে।’
১৩ সেকেন্ডের এই রিলের শুরুতেই দেখা যায় পুরুলিয়ার বড়ন্তি পাহাড় এবং লেক। তারপরই তাঁদের অল্প বয়সের একটি ছবি। তখন ঋত্বিক চক্রবর্তীর মাথা ভর্তি চুল। স্ত্রীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। অপরাজিতার চোখ অন্য দিকে। দুজনেই হাসছেন। পরের দুটো ছবিতে তাঁদের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। অপরাজিতার পরনে একটি সোয়েটার। অন্যদিকে অভিনেতার পরনে একটি ফুল হাতা টিশার্ট।
তাঁর এই পোস্টে ভক্তদের মন ভালো হয়ে গিয়েছে। তাঁরা সকলেই তাঁদের শুভেচ্ছা জানান, নানা ধরনের মন্তব্য আসে। এক ব্যক্তি লেখেন, ‘সেই সময়ে চুটিয়ে প্রেম চলছে।’ এক ভক্ত প্রশ্ন করেন ‘বড়ন্তিতে গিয়ে প্রেম করতেন?’ কেউ বা আবার লেখেন, ‘আজীবন স্বর্ণ যুগ থাক।’
আগামীতে ঋত্বিককে একাধিক ছবিতে দেখা যাবে। পৃথা চক্রবর্তীর পরিচালিত পাহাড়গঞ্জ হল্টে দেখা যাবে অভিনেতাকে। পাওলি দামের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন তিনি। এখানে পাওলি, ঋত্বিক ছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহাগ সেনের মতো অভিনেতারা। প্রমোদ ফিল্মস প্রযোজিত এই ছবি বলবে ভালোবাসার গল্প।
এছাড়া তাঁকে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি একটু সরে বসুনেও দেখা যাবে। এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই। এই ছবির প্রযোজনা করবেন ক্যাট ফিল্মস ও অনিন্দ্য দাশগুপ্ত। এটি একটি কমেডি ঘরানার ছবি হতে চলেছে। মূলত বনফুলের একটি ছোট গল্পের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি। এখানে তাঁর সঙ্গে থাকবেন রজতাভ দত্ত, ইশা সাহা, পায়েল সরকার সহ দুই শিশু শিল্পীকে। থাকবেন পরান বন্দ্যোপাধ্যায়, মানসী সিনহা, প্রমুখ। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এই ছবিকে বর্তমান সময়ের ধাঁচে ফেলে তৈরি করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ঋত্বিক এখানেও জুটি বেঁধেছেন পাওলির সঙ্গে।
For all the latest entertainment News Click Here