‘গ্রামে জল নেই অথচ ভুবন রোজ দাড়ি-গোঁফ কাটে,’ নিজের ছবিকেই ট্রোল করলেন আমির খান!
আমির খানের অভিনয় জীবনের অন্যতম মাইলস্টোন ‘লাগান। ২০০১ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে তৈরি কাল্পনিক কাহিনির ভিত্তিতে তৈরি এই ছবি বক্স অফিস কাঁপিয়েছিল। এমনকি অস্কারের দৌড়েও কামাল করে দেখিয়েছিল ‘লাগান’। অনেকেই এটাকে আমিরের সেরা ছবি বলে অভিহিত করেছেন। তবে এই ছবির এমন কিছু বিষয় রয়েছে যা আমির নিজে পছন্দ করেন না। ‘মিস্টার পারফেকশানিস্ট’ মনে করেন এই ছবির সবকিছু নিখুঁত ছিল না।
একটি সাম্প্রতিক কথোপকথনে, আমির ফাঁস করেছেন যে তিনি চাননি ভুবনকে (আমির অভিনীত চরিত্র) ছবিতে দাড়ি-গোঁফ ছাড়া দেখা যাক, কেন ভুবনের এই লুকে আপত্তি আমিরের? কারণ শুনলে চমকে যাবেন।
আশুতোষ গোয়ারিকারের পরিচালিত এই ছবিতে আমির ছাড়াও গ্রেসি সিং, ব্রিটিশ অভিনেতা পল ব্ল্যাকথর্ন এবং রাচেল শেলি অভিনয় করেছিলেন। পরাধীন ভারতের গুজরাতের চম্পারণের এক ভুবনের গল্প বলে এই ছবি। বৃষ্টি না হওয়ায় কর দিতে অক্ষম গ্রামবাসীরা। ভুবন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ব্রিটিশদের খেলা ক্রিকেটে তাদেরকেই হারানোর। পরিবর্তে গোটা গ্রামের কর মুকুব করবে ব্রিটিশরা। কেমনভাবে ক্রিকেট ম্যাচে জয়ী হয় ভুবন ও তাঁর দল সেই নিয়েই এই ছবি। অবশ্যই সেই ম্যাচের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ ছিল ভুবন!
আইএমডিবি-র সাথে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, আমির জানান ‘লাগান’-এর রিমেক করলে কোন বিষয়গুলো পাল্টাতে চাইবেন। অভিনেতা বলেন,’আমি সত্যিই আবার আশুতোষকে জোর দিয়ে বলব যে ভুবন যেন দাড়ি-গোঁফ না কাটে। আমি তাকে জোর করেছিলাম, আমি বলেছিলাম, ‘এখানে জল নেই।এখানে বৃষ্টি হয়নি। মানুষ কষ্ট পাচ্ছে এবং এই লোকটি প্রতিদিন শেভ করে। ভুবনের কাছে নিশ্চয় জলের গোপন সাপ্লাই আছে’।
পরিচালক আশুতোষকে শ্যুটিংয়ের সময় আমির পরামর্শ দিলেও পরিচালক মেনে নেননি। খানিক আক্ষেপ নিয়েই আমির বেলন, ‘কিন্তু কোনও না কোনও কারণে, আশুতোষ আমাকে একটা বিশেষ লুকেই চেয়েছিলেন এবং তিনি আমাকে ক্লিন-শেভেন লুকেই পছন্দ করেছিলেন এবং সেটার উপর জোর দিয়েছিলেন। কিন্তু এটা আমার কাছে এটা খুব বেমানান ছিল। তাই, আমাকে যদি আবার লাগান হয়, আমি পরিচালকের কাছে এবার জোর দিয়ে বলব, সময়ের সঙ্গে এবার নিজেদের ভাবনা বদলাই’।
শুধু সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল ‘লাগান’ তা নয়, ২৫ কোটির বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে ৬৬ কোটি টাকা রোজগার করেছিল। আপতত ‘লাল সিং চড্ডা’র মুক্তির জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছেন আমির। ১৯৯৪ সালের অস্কার জয়ী চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল হিন্দি রিমেক এটি। অদ্বৈত চন্দন পরিচালিত, লাল সিং চাড্ডাতে আমিরের নায়িকা কারিনা কাপুর খান। এছাড়াও থাকছেন মোনা এবং নাগা চৈতন্যও অভিনয় করেছেন। আগামী ১১ই অগস্ট মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here