গ্রামের রানি বীণাপাণি এবার আসছেন বড়পর্দায়, টলিউড ডেবিউয়ের পথে অ্যানমেরি
নাটক থেকে ছোটপর্দা, কিংবা ছোটপর্দা থেকে বড়পর্দায় সফর করেছেন বহু অভিনেতা, অভিনেত্রী। এঁদের মধ্যে বহু অভিনেত্রী তো ছোটপর্দায় দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর বড়পর্দাতেও সমান জনপ্রিয় হয়েছেন। এঁদের মধ্যে নাম করা যায় ইশা সাহা, ঋতাভরী চক্রবর্তী, মিমি চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্য, প্রমুখর। এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী অ্যানমেরি টম। তিনি তাঁর কেরিয়ার শুরু করেন গ্রামের রানি বীণাপাণি ধারাবাহিকের হাত ধরে। বেশ জনপ্রিয় হয়েছিল ধারাবাহিকটি। এরপর তাঁকে দেখা যায় ফাগুনের মোহনা ধারাবাহিকে। এটি সান বাংলায় সম্প্রচারিত হয়। এখন ছোটপর্দার পর তিনি আসছেন বড়পর্দায়। একলব্য ছবির হাত ধরে ডেবিউ সারবেন তিনি।
নাম দেখেই বুঝতে পারছেন তিনি বাঙালি নন। আর যদি বাংলা ধারাবাহিকের নিত্য দর্শক হন তাহলে বিষয়টি আপনার অজানা হওয়ার কথা নয়। তবুও, বাঙালি না হয়েও তাঁর বাংলার প্রতি যে ভালোবাসা আছে সেটা তিনি বরাবর প্রমাণ করেছেন। সুন্দর, স্পষ্ট বাংলা উচ্চারণ দেখে থোড়াই বোঝা যায় যে এটা তাঁর মাতৃভাষা নয়। এখন এই ভাষাতেই তিনি দাপিয়ে কাজ করছেন।
অ্যানমেরি কেরলের মেয়ে। তবে এখন তিনি ব্যারাকপুরে থাকেন। এখানেই তিনি তাঁর পড়াশোনা করেছেন। সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রী তিনি। পাশাপাশি দক্ষ নৃত্যশিল্পীও বটে। অভিনয়ে আসার আগে তিনি মডেলিং করতেন। সেখান থেকেই প্রথম কাজের প্রস্তাব পান। তাঁকে এই ধারাবাহিকে হানি বাফনার সঙ্গে দেখা গিয়েছিল। প্রথম প্রথম ভাষাগত সমস্যা হলেও পরে নিজের চেষ্টায় তিনি কাটিয়ে উঠেছেন।
এখন তিনি বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন। ছবির নাম একলব্য। এই ছবিটির পরিচালক হলেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর এই মুভিটি। গুরুত্বপূর্ণ ভূমিকায় অ্যানমেরি ছাড়াও দেবতনু, জ্যামি বন্দ্যোপাধ্যায় প্রমুখকে দেখা যাবে। এই ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে। মুখ্য মহিলা ভূমিকায় থাকবেন অ্যানমেরি। তিনি জুটি বাঁধবেন দেবতনুর সঙ্গে। একলব্য ছবির হাত ধরে তাঁর এই নতুন পথ চলা শুরু হতে চলেছে।
For all the latest entertainment News Click Here