গ্যালারি থেকে বিয়ের প্রস্তাব এল সানরাইজার্স হায়দরাবাদের সুন্দরী মালকিন, ভিডি
আইপিএল কিন্তু শুধু ক্রিকেট নয়, বিখ্যাত তার চাকচিক্য, জাঁকজমকের কারণেও। সম্প্রতি আইপিএলের সময়ের একটা ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখ কপালে উঠবে যে কারও। তুমুল চর্চা এখন তা নিয়ে।
সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মালকিন সেই কাব্য মারানকে নিশ্চয়ই চেনেন? তাঁর রূপের জাদুতে মুগ্ধ হয়েছেন বহু। নিলাম থেকে শুরু করে মাঠ, সবখানেই থাকে তাঁর উজ্জ্বল উপস্থিতি। কাব্যকেই দেওয়া হল বিয়ের প্রস্তাব। তবে ভারতে নয়, দক্ষিণ আফ্রিকায়!
৩০ বছরের কাব্য এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায়। এমনিতেই তিনি খেলা বলতে পাগল। এসএ টোয়েন্টি লিগের প্রথম সংস্করণের কাজ চলছে। সানরাইজার্সের দলও রয়েছে। আর মাঠে অরেঞ্জ আর্মির হয়ে গলা ফাটাচ্ছেন কাব্য। আরও পড়ুন: ‘যা ছিল নিজের, বন্ধক রেখেছি’! এমার্জেন্সি ছবির কাজ শেষ করতে সর্বশান্ত কঙ্গনা?
তবে মাঠে সান নেটওয়ার্কের মালিক কালানিথি মারানের কন্যাকে প্রেম নিবেদন করে সামনে এলেন এক যুবক। তিনি আবার দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটভক্ত। পার্ল রয়্যাল বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচ চলাকালী কাব্যকে বিয়ের প্রস্তাব দেন ওই ভক্ত। ক্যামেরা ঘুরতেই দেখা যায় হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তি। যাতে লেখা ‘কাব্য মারান তুমি কি আমাকে বিয়ে করবে?’ লেখার সঙ্গে জুড়ে দিয়েছেন ইমোজি। আরও পড়ুন: টুকটুকে কনে বউ রুশা, মাথায় টোপর, মুখে হাসি! দেখে নিন আমেরিকা-নিবাসী পাত্রকে
লিগের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এই টুইটটি শেয়ার করা হয়েছে। দেখে নিন-
ভিডিয়োর প্রতিক্রিয়া দিয়ে একজন লিখেছেন, ‘আমিও কাব্যকে ভালোবাসি। ও কি আমাকে বিয়ে করবে?’ অপরজন লিখলেন, ‘এই ও শুধু আমার। একদম কেউ তাকাবে না বলে দিলাম।’ তুমুল ভালোবাসা পেয়েছে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here