‘গৌরী কত সুন্দর বাচ্চা তুমি বানিয়েছ’, বউ-এর ছবিতে দুষ্টুমি ভরা মন্তব্য শাহরুখের
দিন দুই আগে গোটা খান পরিবারের ছবি শেয়ার করে নিয়েছিলেন গৌরী সোশ্যাল মিডিয়ায়। কালো পোশাকে রং মিলান্তি করে সুহানা, আরিয়ান, আব্রাম। সঙ্গে শাহরুখ আর গৌরী। সোশ্যাল মিডিয়ায় কিং খানের পরিবারকে সকলে ভরে ভরে ভালোবাসা দিয়েছে। তবে ভাইরাল হয়েছে শাহরুখ খানের কমেন্টটি। বলে রাখা ভালো, পরিবারের যে কেউই পোস্ট করুক না কেন, শত ব্যস্ততার মাঝেও তাতে কমেন্ট করতে ভোলেন না পাপা শাহরুখ।
শাহরুখ গৌরীর শেয়ার করা ছবিতে কমেন্ট করলেন, ‘ইয়ার গৌরী কত সুন্দর সন্তান তুমি বানিয়েছো।’ কিং খানের এই দুষ্টুমি ভরা কমেন্ট বেশ উপভোগ করেছে তাঁর ভক্তরা।
খুব কমই একফ্রেমে শাহরুখের গোটা পরিবার ধরা দেয়! আর তাই এই ছবিটা দেখে কিং খানের ভক্তরা যাকে বলে মোহিত। উরু চেরা ডিপ নেকলাইনের কালো ড্রেসে সুপারহট লুকে ধরা দিলেন গৌরী! কালো রঙা টি-শার্ট এবং রং মেলানো প্যান্ট ও লেদার জ্যাকেটে শাহরুখ। বাবার সঙ্গে ম্যাচিং পোশাক আরিয়ান আর আব্রামের। সাদা-কালো শরীরচাপা পোশাক সুহানার।
ছবিতে শাহরুখ গৌরী পাশাপাশি। ছোট ছেলে আব্রামকে জাপটে ধরে কিং খান। মায়ের পাশে আরিয়ান। আর বাবার পাশে সুহানা। ক্যাপশনে লিখলেন, ‘পরিবারকে ঘিরেই তো বাড়ি… পেঙ্গুইন ইন্ডিয়া ক্যাফে টেবিল বুকের জন্য উত্তেজিত… শীঘ্রই আসছে’। জলদিই ক্যাফে টেবিল বুক নিয়ে হাজির হবেন গৌরী, তারই প্রচারে সপরিবারে এই শ্যুট করেছেন শাহরুখ খান পত্নী। ছবিটি মন্নতের অন্দরেই তোলা তা বেশ স্পষ্ট। গৌরীর লেখা কফি টেবিল বুকের নাম হতে চলেছে ‘মাই লাইফ ইন ডিজাইন’।
১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ ও গৌরী খান। ১৯৯৭ সালে জন্ম হয় বড় ছেলে আরিয়ানের। সুহানার জন্ম ঠিক তাঁর তিন বছর পর ২০০০ সালে। আর সারোগেসির মাধ্যমে জন্ম আব্রামের, ২০১৩ সালে।
খুব জলদিই বলিউডে পা রাখবেন শাহরুখের পুত্র-কন্যা। সুহানাকে দেখা যাবে দ্য অর্চিস-এ জোয়া আখতারের পরিচালনায়। আর আরিয়ান তো নিজেই পরিচালক হিসেবে ডেবিউ করবেন, যদিও কোন প্রোজেক্টে তা এখনও সামনে আসেনি। শুধু একটা স্ক্রিপ্টের ছবি শেয়ার করে শাহরুখ-পুত্র লিখেছিলেন, ‘অ্যাকশন বলার জন্য মুখিয়ে আছি’।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here