গৌরীর অন্তরঙ্গ ঈশান, নায়ককে খালি গায়ে দেখে নেটপাড়া বলছে ‘টলিপাড়ার অনিল কাপুর’!
জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিক এখন জমে ক্ষীর। আপাতত ধারাবাহিকে চলছে গৌরী-ঈশানের মহামিলন পর্ব। যেখানে উঠে এসেছে গৌরী ও ঈশানের রোম্যান্স, তাঁদের প্রেম এবার পৌঁছেছে শারীরিক মিলনেও। ইতিমধ্যেই ধারাবাহিকের সেই দৃশ্যটি ছোট করে ভিডিয়ো বানিয়ে কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল। আর তা দেখে না হেসে পারছেন না নেটনাগরিকদের একাংশ। ইতিমধ্যে ধারাবাহিকের ওই দৃশ্য নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।
‘গৌরী এলো’র দৃশ্যে ঈশান-গৌরীকে মিলিত হতে দেখা যাচ্ছে। ঈশান রয়েছেন খালি গায়ে। আর তা দেখেই নেটপাড়ার এক নাগরিক লিখেছেন, ‘আলু ভর্তার মতো বডি’, কারোর মন্তব্য ‘কলকাতার রসগোল্লা’। কেউ বলেছেন, ‘টলিপাড়ার অনিল কাপুর’। কারোর কটাক্ষ, ‘সব খুলল, চশমা খুলতে ভুলে গেল।’ কারোর প্রশ্ন, ‘শেষপর্যন্ত কাজ টা কি সম্পন্ন হয়েছে?’ ইতিমধ্যেই খেলা হবে গানটি জুড়ি দিয়ে কেউ আবার হাসির ভিডিয়ো জুড়ে ধারবাহিকের দৃশ্যটি পোস্ট করেছেন। কেউ বলেন, ‘TRP-র জন্য সবকিছুই চলে।’
গৌরী এলো ধারাবাহিকের দৃশ্য নিয়ে এর আগেও বহুবার ট্রোল হতে হয়েছে। একবার ঈশানকে শিবলিঙ্গ মাথায় করে নিয়ে যেতে দেখে, তাঁকে ‘সস্থার বাহুবলী’ বাহুবলী বলে কটাক্ষ করেছিলেন অনেকে। আবার গৌরীকে ফুটন্ত তেলে পুড়িয়ে মারার চেষ্টার দৃশ্য এবং গৌরীর পায়ের ছাপে লক্ষ্মীর আলপনা ফুটে উঠতে দেখেও ট্রোল করা হয়েছিল।
প্রসঙ্গত, ‘গৌরী এলো’ ধারাবাহিকে বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মিশেল দেখানো হয়েছে। গল্পে নায়ক ঈশান বিজ্ঞান মনস্ক ব্যক্তি, পেশায় ডাক্তার, আর গৌরী আধ্যাত্মিক। গৌরীর উপর রয়েছে ঈশ্বরের আশীর্বাদ, মাঝেমধ্যেই নানান অলৌকিক কাণ্ড ঘটিয়ে থাকেন গৌরী। প্রথমদিকে গৌরীর কাণ্ডকারখানায় ঈশান বিশ্বাস না করলেও, এখন তাঁরও অনেকটা বিশ্বাস জন্মেছে। এই ধারাবাহিক টেলি দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে। প্রসঙ্গত, গৌরীর চরিত্রে অভিনয় করছেন মোহনা মাইতি আর ঈশানের ভূমিকায় অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়।
For all the latest entertainment News Click Here