গৌরীকে বলবেন না যেন..! শাহরুখের এ কেমন আবদার? সঙ্গে থাকল ‘জওয়ান’ নিয়ে বার্তা
শনিবারই ‘জওয়ান’ নিয়ে বড়সড় আপটেড দিয়েছেন শাহরুখ খান। সুপারস্টার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন ২রা জুন ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ই সেপ্টেম্বর। নতুন আপটেড দেওয়ার পাশাপাশি ছবির নতুন পোস্টারও শেয়ার করেছেন বাদশা। কিন্তু সেখানে মুখ দেখা যায়নি নায়কের। ব্যান্ডেজের পর এবার মুখোশে মুখ ঢেকে হাজির অ্যাটলির ‘জওয়ান’। শাহরুখের মুখ দেখতে না পেয়ে অনেক ভক্তই আফসোস করছিল।
ফ্যানেদের নিরাশ করলেন না কিং খান। রাত গড়াতেই সোশ্যাল মিডিয়ায় নিজের মোনোক্রোম ছবি পোস্ট করলেন। সেখানে আলুথালু চুল, মুখে হালকা দাড়ি, ঘামে ভেজা চুলে ধরা দিলেন শাহরুখ। পরনে স্যান্ডো গেঞ্জি। বোঝাই যাচ্ছে ওয়ার্ক আউটের পর তোলা এই সাদা-কালো ছবিটি। এই ছবি পোস্ট করেই বিশেষ আবদারও সামনে রাখলেন শাহরুখ। যার কেন্দ্রে থাকলেন ‘জওয়ান’ প্রযোজক গৌরী খান। হ্য়াঁ, এই ছবি পোস্টের বিষয়টি গৌরীকে বলতে বারণ করলেন তারকা। ছবির বিবরণীতে শাহরুখ লিখেছেন, ‘অনেকেই বলছিলেন ‘জওয়ান’-এর পোস্টারে আমার মুখ দেখতে পাচ্ছিলেন না… তাই আমার মুখটা দেখালাম। পরিচালক কিংবা প্রযোজককে বলবেন না যেন… তোমাদের সকলকে অনেক ভালোবাসা, আর আশা করছি ৭ই সেপ্টেম্বর থিয়েটারে সবার সাথে দেখা হবে।’
শাহরুখের এই ছবির কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসা। অনুরাগীদের সঙ্গে এইভাবেই জনসংযোগ বজায় রাখেন নায়ক। ‘পাঠান’ মুক্তির আগেও মিডিয়ায় কোনওরকম প্রচার সারেননি শাহরুখ। টুইটারের মাধ্যমেই মনের কথা পৌঁছে দিয়েছিলেন ভক্তদের কাছে। এবারও কি সেই পথেই হাঁটবেন তারকা? উত্তর তো সময়ই দেবে।
চলতি বছর বক্স অফিসে শাহরুখের দ্বিতীয় রিলিজ দক্ষিণী পরিচালক অ্যাটলি-র ‘জওয়ান’। বছরের শুরুতেই ‘পাঠান’-এর সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন শাহরুখ। ফের একবার অ্যাকশন হিরোর অবতারে বাদশাকে দেখতে মুখিয়ে রয়েছে ভক্তরা। ছবির নতুন টিজার পোস্টারও এদিন প্রকাশ্যে আনলেন সুপারস্টার। হাড়হিম করা সেই টিজার পোস্টারে দেখা গেল পাহাড়ের উপর থেকে বল্লমের মতো অস্ত্র হাতে শূন্যে ঝাঁপ দিচ্ছেন ‘জওয়ান’, মুখ মুখোশে ঢাকা।
জওয়ান’-এ শাহরুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোনরা। দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরেই প্যান ইন্ডিয়ার দর্শকের কাছে পৌঁছে যেতে চাইছেন বাদশা। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ‘জওয়ান’। ছবিতে ডবল রোলে থাকছেন শাহরুখ। খবর, একই সঙ্গে বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে ষাট ছুঁইছুঁই নায়ককে। ব্যান্ডেজ জড়ানো দগদগে চেহারাতেই শাহরুখের ফার্স্ট লুক ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে অনুরাগীদের মনে, ছবির নতুন পোস্টারও শিহরণ জাগালো ভক্তদের মনে। অ্যাকশনের নিরিখে নাকি ‘পাঠান’কেও ছাপিয়ে যাবে ‘জওয়ান’, খবর সূত্রের। আপতত অপেক্ষা অ্যাকশন হিরোর অবতারে ফের বড় পর্দায় শাহরুখ ম্যাজিক দেখার।
চার বছর রুপোলি পর্দা থেকে দূরে থাকার পর ২০২৩ সাল জুড়ে বক্স অফিসে শুধু শাহরুখ ঝড়। ‘জওয়ান’ ছাড়াও এই বছরই মুক্তি পাওয়ার কথা শাহরুখের ‘ডাঙ্কি’। রাজ কুমার হিরানির এই ছবির মুক্তির দিন নির্দিষ্ট রয়েছে ক্রিসমাসে।
For all the latest entertainment News Click Here