গোয়ায় নগ্ন হয়ে নাচার কারণে চার্জশিট দাখিল পুনমের নামে! ফাঁসলেন স্যাম বম্বেও
পুনম পাণ্ডে প্রায়ই নগ্ন হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। কখনও ক্রিকেট টিমকে, আবার কখনও রিয়েলিটি শো থেকে নিজের আউট হয়ে যাওয়া আটকাতে। আর এবার এই নগ্নতার কারণেই আইনি জালে জড়ালেন মডেল-অভিনেত্রী। পুনম ও তাঁর প্রাক্তন স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে কোঙ্কন পুলিশ চার্জশিট দাখিল করেছে।
২০২০ সালে বিয়ের পর গোয়ায় ঘুরতে গিয়েছিলেন স্যাম আর পুনম। সেখানকার চাপোলি ড্যামে নগ্ন হয়ে ভিডিয়ো শ্যুট করেন তাঁরা। ড্যামের জলে ‘অশ্লীল’ নাচানাচি করে তাঁরা। কোঙ্কন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই ঘটনার কারণে অভিযোগ দায়ের করে। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ছড়িয়ে পড়ে ফটোশ্যুটের ভিডিয়ো। আপত্তি তুলেছিল বড় একটা অংশ। এরপরই পুলিশ হস্তক্ষেপ করে ব্যাপারটায়। জনসমক্ষে অশ্লীলতার দায়ে পুনম এবং স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আরও পড়ুন: ‘রাতে আমার ভিডিয়ো দেখে, আর সকালে লজ্জা-শরমের কথা বলে’, কটাক্ষের কড়া জবাব পুনমের
যদিও এখন আর একসঙ্গে থাকেন না পুনম-স্যাম। ২০২১ সালেই বরের উপরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন তিনি। অভিযোগ করেছিলেন, স্যাম মেরে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে।
‘লক আপ’ শো তে গিয়েও এই অত্যাচারের কথা বারবার শোনা গিয়েছে তাঁর মুখে। পুনম জানিয়েছিলেন, ‘এই জেল, এই খাবার, এই ঘুম আমার কাছে বিলাসিতা। আমার জীবনের ওই চার বছরে আমি ঘুমোতে পারিনি। বহুদিন খেতে পাইনি, তাই আমার বড়াপাও খাওয়ার ইচ্ছে হয়। আমাকে মারধর করা হত। আমাকে আমার ঘরে বন্দি করে রাখা হত। আমার ফোন ভেঙে দেওয়া হত। যাতে আমি কাউকে ফোন করতে না পারি। আর তখন মনে হত আমার উচিত নিজেকে মেরে ফেলা।’
For all the latest entertainment News Click Here