গোল্লায় যাচ্ছে ভারতীয় ফুটবল, ফের বিদ্রোহী মিনার্ভা কর্ণধার রঞ্জিত বাজাজ
সোমবারই করোনার কারণে নিয়মের ঘেরাটোপে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় ঘটেছে ভারতীয় মহিলা ফুটবল দলের। দলের ১২ জন ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় নিজেদের দেশেই অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না ভারত। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সরব হলেন ভারতীয় ফুটবলের পরিচিত মুখ রঞ্জিত বাজাজ।
ভারতীয় ফুটবল সম্পর্কিত বিভিন্ন ঘটনাতেই সর্বদা সরব হন মিনার্ভা কর্ণধার রঞ্জিত। এশিয়ান কাপের ভারতের বিদায়ের পরেই চুপ থাকলেন না তিনি। ভারতীয় মহিলা দলকে সহানুভূতি জানিয়ে এক ভিডিয়োতে তিনি জানান, ‘এফসি এশিয়ান কাপ থেকে ভারতের বিদায় খুবই দুঃখজনক। আমি আশা করছিলাম ভারতীয় মহিলা দল হয়তো বিশ্বকাপে কোয়ালিফাই করবে। তবে এশিয়ান কাপের জন্য দুই বছরের ওদের প্রস্তুতি পুরো জলে গেল এবং এই বিষয়ে কারুর কোনো ভ্রুক্ষেপও নেই। অন্যান্য দেশের দলগুলি নিজেদের সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে, আর আমাদের দেশেই কী না আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারলাম না।’
এরপরেই গত বছর আমিরশাহীর বিরুদ্ধে ভারতীয় পুরুষ ফুটবল দলের লজ্জাজনকভাবে হাফডজন গোল খেয়ে হারার কথা মনে করিয়ে দিয়ে, এআইএফএফকে তুলোধোনা করতে শুরু করেন। ভারতীয় ফুটবল ফেডারেশনের খাম খেয়ালির কথা জানিয়ে তিনি দাবি করেন, ‘ওরা এএফসির ফুটসল টুর্নামেন্টে ভারতীয় দলের নাম দাখিল তো করাইনি। এর ফলে যেসব ছেলেরা ফুটসলে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলার স্বপ্ন দেখছিল, তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হল। উপরন্তু, এএফসির ক্লাব ফুটসলে দিল্লি এফসির নাম দাখিল করাতেও নাকি ওরা ভুলে গিয়েছিল। আমরা এর ফলে জাতীয় চ্যাম্পিয়ন হয়েও প্রতিযোগিতায় খেলতে পারব না।’
For all the latest Sports News Click Here