গোল্লায় গিয়েছে ব্যাজবল,তৃতীয় দিনের শেষে ২২১ রানে এগিয়ে অজিরা,বৃষ্টিই ভরসা ENG-এর
কোথায় গেল ইংল্যান্ডের ব্যাজবল! অস্ট্রেলিয়া তো রীতিমতো দাপট দেখিয়ে চলেছে লর্ডসেও। ব্রিটিশদের যাবতীয় হুঙ্কারকে বুড়ো আঙুল দেখিয়ে, তাদের ল্যাজে খেলাচ্ছে অজি ব্রিগেড। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে ইংল্যান্ডকে মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৩২৫ রানে অলআউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। আর তৃতীয় দিনের শেষে ২২১ রানের লিড নিয়ে স্বস্তিতে রয়েছেন প্যাট কামিন্সরা। তাও ভাগ্যিস বৃষ্টির জেরে আগেভাগে খেলা বন্ধ করে দিতে হয়। তা না হলে ইংল্যান্ডের কপাল পুড়িয়ে অজিদের লিড আরও বাড়তে পারত।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪১৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ২৭৯ করেছিল ৪ উইকেটে। সেখানে ২৭৯-এ পঞ্চম উইকেট পড়ে। এর পর ৩২৫ রানের মধ্যে আরও ৫ উইকেট পড়ে যায়। অর্থাৎ ৪৬ রানের মধ্যে মোট ৬ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। যা নিয়ে স্বাভাবিক ভাবেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। ইংল্যান্ড ৩২৫ রানে অলআউট হওয়ায় অজিরা দ্বিতীয় ইনিংসে ৯১ রানের বড় লিড পায়।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে সংস্কারের জন্য স্টেডিয়ামগুলি পাবে ৫০ কোটি, ইডেনে কী করা হবে?
দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের ২৭৮ রানে ৪ উইকেট ছিল। সেখান থেকে শুক্রবার দিনের শুরুতেই মেঘলা আকাশের নীচে অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে কার্যত খড়কুটোর মতোই গুঁড়িয়ে যান ইংল্যান্ডের বাকি ব্যাটাররা। কেউই এদিন ক্রিজে টিকতে পারেননি। দ্বিতীয় দিন অপরাজিত থাকা হ্যারি ব্রুক ৪৫ এবং বেন স্টোকস ১৭ রানে এদিন ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু স্টোকস এদিন একটি রানও যোগ করতে পারেননি। আর ব্রুক কোনও মতে হাফসেঞ্চুরিটুকুই করতে পারেন। তিনি ৬৮ বলে ৫০ করে আউট হয়ে যান। এরপর জনি বেয়ারস্টো ১৬, স্টুয়ার্ড ব্রড ১২, অলি রবিনসন ৯, জোশ টঙ্গ ১ করে আউট হন। জেমস অ্যান্ডারসন ১ বল খেলে, রানের খাতা না খুলেই অপরাজিত থাকেন। অজিদের হয়ে ৩ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট নিয়েছেন জোশ হ্যাজেলউড এবং ট্রেভিস হেড। একটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, নাথান লিয়ন, ক্যামেরন গ্রিন।
আরও পড়ুন: নির্বাচকদের ফোন করে জানতে চাই না, কেন বাদ পড়লাম- সরফরাজ নিয়ে চর্চার মাঝেই ক্ষোভ উগরালেন আর এক তারকা ক্রিকেটার
নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে ইংল্যান্ডের বোলাররা খুব বেশি কার্যকরী হতে পারেননি। যে আবহাওয়া এবং পরিস্থিতিতে ব্রিটিশ ব্য়াটারদের নাকানিচোবানি খাইয়েছে অস্ট্রেলিয়া, সেই পরিস্থিতিতে অজিরা কিন্তু তাদের রক্ষণশীল মানসিকতা নিয়ে দুরন্ত লড়াই করছে। ওপেন করতে নেমে উসমান খোয়াজা ৫৮ করে অপরাজিত রয়েছেন। আর এক ওপেনার ডেভিড ওয়ার্নার অবশ্য ২৫ রান করে টঙ্গের বলে এলবিডব্লিউ হন। তিনে নেমে মার্নাস ল্যাবুশেনও ভরসা জোগাতে পারেননি। তিনি অ্যান্ডারসনের বলে ৩০ রান করে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তৃতীয় দিনের শেষে খোয়াজার সঙ্গে উইকেটে রয়েছেন স্টিভ স্মিথ। তিনি ৬ রান করেছেন। তৃতীয় দিনের শেষে ২ উইকেটে ১৩০ রান অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে ৯১ রানের লিড থাকায় তারা এখন ২২১ রানে এগিয়ে। মনে করা হচ্ছে, চতুর্থ দিনে একটা বড় রানের ইনিংস গড়ে অস্ট্রেলিয়া পাহাড় প্রমাণ চাপের মধ্যে ফেলতে চাইবে ইংল্যান্ডকে। অজিদের সামনে ইংল্যান্ডের ব্যাজবলের জারিজুরি শেষ। লর্ডস টেস্টেও হারলে লজ্জায় মুখ ঢাকতে হবে ব্রিটিশদের। এখন বৃষ্টিই একমাত্র বাঁচাতে পারে বেন স্টোকসদের।
For all the latest Sports News Click Here