গোল্ডেন গ্লোব জেতার পর আত্মবিশ্বাসে ডগমগ কিরাবাণী, জানালেন দেশে অস্কার আসছেই
ইতিমধ্যেই এমএম কিরাবাণীর হাত ধরে দেশে গোল্ডেন গ্লোবস পুরস্কার এসেছে। এখন তিনি অস্কার আনার লক্ষ্যে এগিয়ে চলেছেন। এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর ছবির নাটু নাটু গানটির জন্য এমএম কিরাবাণী গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেছেন। তাঁর হাত ধরেই ভারতীয় সঙ্গীত বিশ্ব মঞ্চে আরও একবার পৌঁছে গিয়েছে। কিরাবাণীর এখন একটাই লক্ষ্য আর সেটা হল অস্কার। এবং তিনি নিশ্চিত যে তিনি সেই পুরস্কারটি পাচ্ছেন।
অস্কার নিয়ে কী প্ল্যান সেই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন এই সঙ্গীত পরিচালক। নিজের প্ল্যানের বিষয় বলতে গিয়ে তিনি বলেন দ্বিতীয় রাউন্ডের জন্য তিনি প্রস্তুত। এর আগে আমেরিকা থেকে তিনি একটি দারুণ সম্মানীয় পুরস্কার নিয়ে এসেছেন দেশে, এবার পালা আরও একটির। তাঁর কথায়, ‘এর আগে আমি গোল্ডেন গ্লোব এবং লস অ্যাঞ্জেলেসের ফিল্ম ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ও ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড এনে দিয়েছি ভারতকে। এবার আমি আত্মবিশ্বাসী ভারতের জন্য আমিই অস্কার জিতব।’
এই সপ্তাহের শেষের ফের আমেরিকা উড়ে যাবেন এমএম কিরাবাণী। তিনি দেশ ছাড়ার আগে বলেন, ‘আমি ১০ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের জন্য রওনা দিচ্ছি আগামী মাসের অস্কারের জন্য। ১৩ ফেব্রুয়ারি ভ্যারাইটি ম্যাগাজিন আমাকে সম্মানিত করবেন সান্টা বর্বারার আর্লিংটন থিয়েটারে। সেখানে ভ্যারাইটির নবম বার্ষিক আর্টিজান অ্যাওয়ার্ডসে ফ্র্যাঙ্ক ক্রুজ, সন লাক্স ব্যান্ড, ক্যাথারিন মার্টিন, ফ্লোরেন্স মার্টিন, এরিক সাইন্ডন, পল রজার, আদ্রিয়ান মরোট এবং ক্লাডিও মিরান্ডার সঙ্গে আমাকেও সম্বর্ধনা দেওয়া হবে। আমি ভীষণ খুশি।’
কেবল যে কাজ, পুরস্কার, সম্মান, ইত্যাদির জন্য তিনি এত তাড়াতাড়ি আমেরিকা উড়ে যাচ্ছেন সেটা নয়। তাঁর সেখানে ছুটি কাটানোর পরিকল্পনাও আছে। তিনি জানান, ‘স্যান জোসেতে আমার কাজিনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনাও আছে। আমি যখন শেষবার আমেরিকা গিয়েছিলাম গোল্ডেন গ্লোবসের জন্য তখন আমার কাছে শ্বাস ফেলারও সময় ছিল না। তবে এবার বেশ খানিকটা সময় পাওয়া যাবে রিল্যাক্স করার জন্য।’
For all the latest entertainment News Click Here