গোলের পর কীভাবে স্ত্রী, সন্তানদের উচ্ছ্বাস? ভিডিয়ো দেখে আহ্লাদে আটখানা মেসি
শুভব্রত মুখার্জি: চলতি কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা দল। ‘রাউন্ড অফ ১৬’তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে আর্জেন্তিনা। সেই ম্যাচেই আর্জেন্তিনার হয়ে প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি। অবিশ্বাস্য দক্ষতায় করেছেন তাঁর গোলটি। তাঁর পায়ে বলকে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন তা এককথায় অনবদ্য। বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচ শেষে মেসিকে একটি ভিডিয়ো দেখানো হয়। যেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর গোলের পর তাঁর স্ত্রী অ্যান্টোনেলা রকুজ্জো, তিন সন্তান থিয়াগো, মাতেও এবং সিরোর উচ্ছ্বাসের ভিডিয়ো দেখানো হয়। যা দেখে স্বাভাবিকভাবেই আহ্লাদিত দেখায় মেসিকে। তাঁর চোখে মুখে ধরা পড়ে খুশি।
নক আউট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা সময় খেলার স্কোর ছিল ০-০। সেই সময় নিকোলাস ওটামেন্ডির কাছ থেকে একটি পাস পান লিওনেল মেসি। পিএসজি তারকা সেই পাস থেকে পাওয়া বলে একটি জোরালো শট নেন। মাটি ঘেঁষা সেই শটটি বাঁদিকের কর্ণার দিয়ে গোলে ঢুকে যায়। বিশ্বকাপের নক আউট পর্বে এটিই আবার মেসির করা প্রথম গোল। তাঁর কেরিয়ারে এটিই তাঁর করা বিশ্বকাপে নবম গোল। কেরিয়ারের সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল মেসির করা ৭৮৯তম গোল। ৫৭তম মিনিটে জুলিয়ান আলভারেজ আর্জেন্তিনার হয়ে ২-০ করে দেন। ৭৭ মিনিটে এনজো ফার্নান্দেজের করা আত্মঘাতী গোলে অস্ট্রেলিয়া একটি গোল শোধ করতে সমর্থ হলেও ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পায়নি।
ম্যাচ শেষে মেসিকে তাঁর গোলের পর তাঁর স্ত্রী-সন্তানদের উচ্ছ্বাসের একটি ভিডিয়ো দেখানো হয়। ভিডিয়োটি প্রথমে মন দিয়ে দেখেন তিনি। তারপর ভিডিয়োটি দেখে মুচকি হাসতে দেখা যায় তাঁকে। অত্যন্ত খুশি দেখায় তাঁকে। আহ্লাদিত হয়ে পড়েন তিনি। ম্যাচ শেষে তিনি জানান ‘আমার পরিবার সবসময় (আমার পাশে) থাকে। বিশেষ করে আমার সন্তানরা। কারণ তাঁরাও বড় হচ্ছে আস্তে আস্তে। তারা সবকিছু বুঝতে পারে। আজকে তাঁদেরকে দেখতে পেরে, তাঁরা কি ভাবছে, কীভাবে রয়েছে দেখতে পেরে ভীষণ খুশি। ওঁরা খুব উত্তেজিত, খুব খুশি। ‘উল্লেখ্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা মুখোমুখি হবে নেদারল্যান্ডস দলের। যারা ৩-১ গোলে হারিয়ে দিয়েছে আমেরিকাকে।
For all the latest Sports News Click Here