গোয়েন্দা নারীর চরিত্রে সৌরসেনী, সঙ্গী অর্জুন, অন্য রকমের গল্প বলবেন অরিন্দম শীল
ব্যোমকেশ, শবর, ফেলুদা, মিতিন মাসির পর এবার এক নতুন গোয়েন্দা গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক অরিন্দম শীল। তবে এ এক নতুন নারী গোয়েন্দা। পরিচালক অরিন্দমের নতুন এই থ্রিলার সিরিজের নাম ‘বিদ্যুৎলতা’। অধীশা সরকারের লেখা বিদ্যুৎলতা বটব্যালের দুটি বই ‘আত্মপ্রকাশ’ ও ‘সংঘর্ষ’ অবলম্বনে আসছে এই থ্রিলার সিরিজ।
বাকি গোয়েন্দা গল্পের থেকে ‘বিদ্যুৎলতা’র পার্থক্য রয়েছে। সিরিজে বিদ্যুৎলতা বটব্যালের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। পরিচালক অরিন্দম শীলের কথায়, ‘এটিকে ঠিক গোয়েন্দা বলব না থ্রিলার, তা বুঝে উঠতে পারছি না। এমন গল্প নিয়ে সিনেমা বাংলায় কম হয়েছে। অধীশার প্রথম দুটি বই পড়ে আমি রীতিমত থমকে গিয়েছি। বিদ্যুৎলতার চরিত্রটা বড়ই অদ্ভুত’।
আরও পড়ুন: ফের রহস্যের সমাধানে আসছেন ইশা সাহা, শুরু হল ‘ইন্দু ২’-এর শ্যুটিং
বিদ্যুৎলতার চরিত্র সম্পর্কে অরিন্দম বলেছেন, ‘সে হ্যাকার, থাকে সোনাগাছিতে। খুব খিদে পেলে ছেলেদের সঙ্গে ডেটে যায়। সেই রকমই একটি ডেটে গিয়ে তাঁর আলাপ হয় ডিটেক্টিভ নীলের সঙ্গে। আর ঘটনাচক্রে তাঁরা একটি কেসে জড়িয়ে পড়ে। তারপর রহস্যের জট ছাড়াতে জুটিতে কাজ করেন তাঁরা’।
পরিচালকের কথায়, ‘গল্পে প্রেম না থাকলেও একে অপরের প্রতি ভালো লাগা রয়েছে। সব মিলিয়ে এই সিরিজটা করার কথা মাথায় আসে। সিরিজের প্রথম সিজনের নাম ‘কাঠবাদামের গন্ধ’।’
সিরিজে সৌরসেনীর বিপরীতে রয়েছেন অর্জুন চক্রবর্তী। নীলের চরিত্রে দেখা যাবে অর্জুনকে। কলকাতা পুলিশের ডিটেক্টিভের চরিত্রে অর্জুনের দেখা মিললেও, মনে হবে সে ভুল করে পুলিশ হয়ে গিয়েছেন। তাঁর মনে প্রচুর ভয়, খুন দেখলে কষ্ট পান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সম্পূর্ণা চক্রবর্তী, সৃজনী মৈত্র, স্বাগতা বসু, অভ্র মুখাপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তীকে। সিরিজের প্রথম সিজনে ছয়টি পর্ব থাকবে।
যৌথভাবে সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশন। আগামী ১৯ নভেম্বর থেকে ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হবে।
For all the latest entertainment News Click Here