গোপন জায়গায় বল লাগল রুটের, নেটিজেনদের টিপ্পনি, ‘ব্যথা অনুভব করতে পারছি’: ভিডিও
ক্রিকেটের মাঠে এমন ঘটনা নতুন নয়। তবে জো রুটের ক্ষেত্রে এমন যন্ত্রণাদায়ক ঘটনাতেও রীতিমতো হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। শুধু সোশ্যাল মিডিয়ায় বলা ভুল হবে। বরং মাঠেও এই নিয়ে হাসাহাসি কম হয়নি।
আসলে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় মিচেল স্টার্কের ১৪২ কিলোমিটার গতির একটি বল সরাসরি গিয়ে লাগে জো রুটের অ্যাবডোমেন গার্ডে। তত্ক্ষণাৎ যন্ত্রণায় মাঠে গড়াগড়ি খেতে দেখা যায় ব্রিটিশ অধিনায়ককে। তবে রুটের এমন চোটের জন্য দায়ি হয়ে থাকা স্টার্ককে অনুতপ্ত হওয়া তো দূরের কথা, বরং মুখ ঢেকে হাসতে দেখা যায়। সেটাই অবশ্য স্বাভাবিক। এমন গোপন জায়গায় বল লাগলে হাসি পাবে নির্ঘাত।
রুটের এমন চোট নিয়ে সোশ্যল মিডিয়ায় চর্চা তুঙ্গে। নেটিজেনদের কেউ দাবি করেন যে, প্রকৃত পুরুষরা রুটের ব্যথা অনুভব করতে পারবেন। আবার কেউ সরাসরি জানান যে, তিনি অনুভব করতে পারছেন যন্ত্রণা।
যদিও ঘটনা আরও মজাদার হয়ে দাঁড়ায় ঠিক তার পরেই। রুট যখন নিজের অ্যাবডোমেন গার্ড ঠিক করছেন, ঠিক তখনই মাথার উপর হাজির স্পাইডার ক্যাম। স্বাভাবিকভাবেই নিডের ট্রাউজারে উঁকি দেওয়ার আগে রুট হাত দিয়ে স্পাইডার ক্যামটিকে সরিয়ে নিয়ে যেতে বলেন।
নেটিজেনদের চোখ এড়ায়নি আরও একটি ঘটনা। আসেল রুট চোট পাওয়ার পর মাঠে হাজির ইংল্যান্ডের মহিলা ফিজিও। ব্রিটিশ অধিনায়ক কীভাবে মহিলা ফিজিওকে গোপন জায়গার চোটের বিবরণ দেবেন, তাই ভেবে কুল কিনারা পাচ্ছেন না অনুরাগীরা।
সদাব্যস্ত সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে পুরনো একটি ছবিও খুঁজে বার করে। ২০১৪ সালে অ্যালেস্টার কুক ঠিক একই জায়গায় চোট পাওয়ার পর মুখ টিপে হাসছিলেন রুট। এবার ঠিক সেই ঘটনা ফিরে এল তাঁর কাছে। এবার তাঁকে নিয়ে হাসাহাসি করছেন বাকিরা।
For all the latest Sports News Click Here