গোপনে বিয়ে সেরে ফেললেন আমির-ফাতিমা? ভাইরাল ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া
চলতি বছরের অন্যতম চমকে দেওয়ার মতো খবর ছিল আমির খান ও কিরণ রাও-এর বিচ্ছেদ। গত জুলাই মাসের শুরুতেই বিবৃতিত দিয়ে ডিভোর্সের ঘোষণা সারেন আমির ও তাঁর প্রাক্তন স্ত্রী, করিণ। তার বেশ কয়েক মাস আগে থেকেই বি-টাউনে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল ‘দঙ্গল’ গার্ল ফাতিমা সানা শেখের প্রেমে পড়েছেন আমির। ফাতিমার জন্যই নাকি ঘর ভেঙেছে আমির-কিরণের, এমনকী দু’জনের বিয়ের খবরও মাথাচাড়া দিয়েছিল।
ফের একবার চর্চায় আমির-ফাতিমার প্রেম সম্পর্ক, কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমির ও ফাতিমার এমন কিছু ছবি যা দেখে সকলে ভাবছেন ‘নিকাহ’ সেরে ফেলেছেন এই দুই তারকা। আমিরের ‘নতুন স্ত্রী’ সানাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সত্যি কি তাই? অনস্ক্রিন কন্যার সঙ্গে ফের বিয়ে সেরে ফেললেন আমির?
আজ্ঞে মশাই মোটেই ব্যাপারটা তা নয়। যে ছবিটি টুইটারে আমির-সানার বিয়ের প্রমাণ বলে চালানো হচ্ছে তা ভুয়ো। ছবিটি মর্ফ করা হয়েছে টেকনোলজির ব্যবহার করে। আসল ছবিটিতে আমিরের পাশে ছিলেন কিরণ, সেখানে কিরণের উপর ফাতিমার মুখ সুপার-ইমপোজ় করা হয়েছে।
বিচ্ছেদের কারণ হিসাবে স্পষ্টভাবে কিছু না জানালেও জুলাই মাসে আমির-কিরণ যৌভ বিবৃতিতে জানিয়েছিলেন- ‘আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি- সেখানে আমরা স্বামী,স্ত্রী নই, তবে আমরা বাবা-মা থাকব এবং অবশ্যই একে অপরের পরিবার থাকব’। সেইমতোই ডিভোর্সের ঘোষণার পরেও হামেশাই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় দুজনকে।
অন্যদিকে ফাতিমার সঙ্গে ‘দঙ্গল’ ছাড়াও ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিতে অভিনয় করেছেন আমির। একটা সূত্র দাবি করে ‘ঠগস অফ হিন্দুস্তান’-এর সেটেই নাকি ঘনিষ্ঠ সম্পর্কে জানান আমির-সানা। ফাতিমার সঙ্গে সম্পর্ক নিয়ে আমির কোনওদিনই মুখ খোলেননি। তবে এক সাক্ষাত্কারে ফাতিমা জানিয়েছিলেন, ‘আমির স্যারকে আমার ভাল লাগে। কিন্তু আমাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। বরং ওঁনাকে আমি মেন্টর মনে করি’।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন আমির-কিরণ। বিয়ের ছয় বছর পর জন্ম হয় এই জুটির একমাত্র সন্তান আজাদ রাও খানের। কিরণের আগে রিনা দত্তের সঙ্গে সংসার করেছেন আমির। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর দুই সন্তান- ইরা খান ও জুনেইদ খান।
For all the latest entertainment News Click Here