গোড়ালির অস্ত্রোপচার, ৩ মাসের জন্য ছিটকে গেলেন অজি তারকা, অনিশ্চিত ভারত সিরিজে
শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার মিচেল মার্শ। গোড়ালির চোটে এবার তাঁকে ছিটকে যেতে হল ২২ গজ থেকে। চোট এতটাই গুরুতর যে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে দীর্ঘদিন। ডাক্তারদের পরামর্শে প্রায় তিনমাস তাঁকে থাকতে হবে মাঠের বাইরে। ফলে সামনের বছর ভারতের বিরুদ্ধে সিরিজেও অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর খেলা।
মার্শের বা গোড়ালিতে গুরুতর চোট রয়েছে। সেই চোটের কারণে হওয়া সমস্যা থেকে মুক্তি পেতে এবার অপারেশন করানোর কথা চিন্তা ভাবনা করেছেন মিচেল মার্শ। এই অপারেশন হলে ৩১ বছর বয়সি সিম বোলিং অলরাউন্ডারকে কমপক্ষে তিন মাসের জন্য থাকতে হবে মাঠের বাইরে। রিপোর্ট অনুযায়ী মিচেল মার্শের কার্টিলেজ ছিড়ে গিয়েছে। তাঁর গোড়ালির হাড়ও বেশ কয়েক টুকরো হয়ে গিয়েছে। অপারেশন করে তাঁর গোড়ালি থেকে হাড়ের টুকরো বের করা হবে। পাশাপাশি ছিঁড়ে যাওয়া কার্টিলেজও জোড়া লাগানো হবে। অস্ট্রেলিয়ার নির্বাচকদের প্রধান জর্জ বেইলি জানিয়েছেন তাঁরা আশা করছেন সামনের বছর মার্চে ভারত সফরের ওয়ানডে সিরিজের আগে মার্শ সুস্থ হয়ে যাবেন বলে তাঁরা আশা করছেন।
এক বিবৃতিতে জর্জ বেইলি জানিয়েছেন ‘মিচেল আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা ওকে ওর চোট থেকে সুস্থ হয়ে উঠতে সম্পূর্ণ রূপে সাহায্য করব। আমরা আশাবাদী মার্চে ভারতের বিরুদ্ধে যে ওয়ানডে সিরিজ রয়েছে সেই সিরিজে অস্ট্রেলিয়া দলে ওকে নির্বাচনের জন্য পাব। অপারেশনটা এই মুহূর্তে করালে সেটাই ওকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। আশা করব এরপরও নিজের অলরাউন্ড স্কিলের আরও উন্নতি ঘটাবে। সামনের বছরগুলোতে আমাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অঙ্গও।’
For all the latest Sports News Click Here