গোটা নিউজিল্যান্ড সিরিজ খেলা হবে করাচিতে, জানেন কেন এমন সিদ্ধান্ত নিল PCB
শুভব্রত মুখার্জি: ২০২২ সালের শেষে পাকিস্তান সফরে এসেছে নিউজিল্যান্ড দল। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ। আর এই সফরের সবকটি ম্যাচ খেলা হবে পাকিস্তানের করাচিতে। এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি-র সূত্র। পঞ্জাব প্রদেশের খারাপ আবহাওয়া পরিস্থিতির কারণেই সূচিতে এই পরিবর্তন করতে বাধ্য হয়েছে পিসিবি। দুই বোর্ডের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। দুই বোর্ডের সম্মতিতে এই সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন… কেন রেগে গিয়েছিলেন বিরাট কোহলি? কী বললেন সিরাজ ও লিটন?
পিসিবির তরফে জানানো হয়েছে কুয়াশার কারণে ইতিমধ্যেই মুলতানে প্লেন ওঠা নামার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কুয়াশার কারণেই খেলার সময়ও অনেকটাই নষ্ট হতে পারে। সেই সব কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পিসিবির তরফে। উল্লেখ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম টেস্ট হবে করাচিতে। দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল মুলতানে। পরিবর্তিত সূচিতে তা আয়োজন করা হবে করাচিতেই। দুই ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার পরবর্তীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এই সিরিজও খেলা হবে করাচিতেই।
আরও পড়ুন… মায়াঙ্ক আগরওয়ালকে নিয়ে পঞ্জাব কিংসের ব্যবহারে ক্ষিপ্ত ক্রিস গেইল
২৬ ডিসেম্বর শুরু হবে এই সিরিজ। যেখানে করাচিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। উল্লেখ্য সবেমাত্র শেষ হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। সেই সিরিজে ০-৩ ফলে হারতে হয়েছে পাকিস্তানকে। তবে ভেন্যু পরিবর্তন শুধু নয়। দুই বোর্ডের সম্মতিতে দ্বিতীয় টেস্ট একদিন আগেই শুরু হবে। ওয়ানডে সিরিজও শুরু হবে একদিন আগে থেকেই। ২ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। ওয়ানডে সিরিজটি আবার আইসিসির পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। আসুন একনজরে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের,পাকিস্তান সফরের সূচি:
১) ২৬-৩০ ডিসেম্বর করাচিতে প্রথম টেস্ট
২) ২-৬ জানুয়ারি করাচিতে দ্বিতীয় টেস্ট
৩) ৯ ,১১ এবং ১৩ জানুয়ারি করাচিতে যথাক্রমে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে।
For all the latest Sports News Click Here