‘গোটা ইন্ডাস্ট্রি চেয়েছিল শাহরুখ ব্যর্থ হোক’, বিস্ফোরক রা.ওয়ান পরিচালক
এই মুহূর্তে ‘পাঠান’-এর সাফল্য চুটিয়ে এনজয় করছেন শাহরুখ খান। খারাপ অধ্যায় কাটিয়ে বাদশাহী কামব্যাক করেছেন কিং খান। বক্স অফিসের অঙ্ক বলছে শাহরুখের কেরিয়ারের সবচেয়ে হিট ছবি ‘পাঠান’। ১০০০ কোটির গণ্ডি পার করে এখনও ছুটে চলেছে এই ছবি। এসআরকে-কে নিয়ে ধন্য ধন্য করছে ইন্ডাস্ট্রিও। বলিউডের মরা গরা গাঙে জোয়ার এনেছেন তিনি। কিন্তু একসময় নাকি গোটা ইন্ডাস্ট্রি কোণঠাসা করতে চেয়েছিল এই বলি সুপারস্টারকে, এমনই বিস্ফোরক দাবি করলেন ‘রা.ওয়ান’ পরিচালক।
মুক্তির অপেক্ষায় অনুভব সিনহা পরিচালিত ‘ভীড়’। এই ছবিতে করোনা লকডাউনে (২০২০) পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থার বাস্তব চিত্র ধরা পড়েছে। সমালোচকদের থেকে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে রাজকুমার রাও, ভূমি পেদনেকর, দিয়া মির্জার এই ছবির ট্রেলার। বাস্তবধর্মী ছবি করবার জেরেই পরিচিতি অনুভবের। সমাজিক ইস্যুভিত্তিক ছবি তৈরিতে ওস্তাদ এই পরিচালক। ‘মুলক’ (২০১৮), ‘আর্টিকেল ১৫’ (২০১৯), ‘থাপ্পড়’ (২০২০)-এর মতো ছবিই তাঁকে খ্যাতি এনে দিয়েছে। কিন্তু কেরিয়ারের শুরুটা তিনি করেছিলেন একদম মেইনস্ট্রিম ছবির হাত ধরে। অনুভব সিনহার কেরিয়ারের অন্যতম চর্চিত প্রোজেক্ট ছিল শাহরুখ-করিনার ‘রা.ওয়ান’, দুর্ভাগ্যবশত সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ছবির প্রযোজক ছিল শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে নিয়ে বোমা ফাটালেন পরিচালক।
২০১১ সালে মুক্তি পাওয়া সাই-ফাই ছবি ‘রা.ওয়ান’ সেই সময়ের সবচেয়ে ব্যায়বহুল ভারতীয় সিনেমা ছিল। ছবির ভিএফএক্সের কাজ ছিল চমকে দেওয়ার মতো। প্রথমবার সুপারহিরোর ভূমিকায় শাহরুখ! তবে ছবি চলেনি। অনুভবের কথায়, বলিউড ইন্ডাস্ট্রি নাকি চেয়েছিল শাহরুখ ব্যর্থ হোন। তিনি বলেন, ‘আজ রা.ওয়ান হিট, কিন্তু যখন সেটা রিলিজ করল সবাই ফ্লপ ছবির তকমা সেঁটে দিল পাশে। সেইসময়টা ইন্ডাস্ট্রির সবাই চেয়েছিল শাহরুখ ব্যর্থ হোক। তাঁরা এত বড়মাপের ছবি দেখে ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি।’ পরিচালক যোগ করেন ‘তুম বিন ২’-এর ব্যর্থতার পর আত্ম বিশ্লেষণ করেন তিনি, এবং সিদ্ধান্ত নেন কর্মাশিয়াল ছবি নয়, নিজের পছন্দের ছবি তৈরি করবেন। আগামী ২৪শে মার্চ মুক্তি পাবে ‘ভিড়’। মূলত লখনউতে এই ছবির শ্যুটিং হয়েছে।
অন্য়দিকে বলিউডে জোর চর্চা মুক্তি পিছোতে পারে শাহরুখের আসন্ন ছবি ‘জওয়ান’-এর। শোনা যাচ্ছে, দুর্গাপুজোর সময় মুক্তি পেতে পারে অ্যাটলি পরিচালিত এই অ্যাকশন ড্রামা। এবং শাহরুখ-রাজকুমার হিরানি জুটির প্রথম ছবি ‘ডাঙ্কি’র মুক্তিও ডিসেম্বর থেকে পিছিয়ে আগামী বছরের গোড়ার দিকে চলে যেতে পারে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিক আপডেট মেলেনি।
For all the latest entertainment News Click Here