গোঁফ নিয়ে যাচ্ছেতাই কাণ্ড! জানুন কী হয়েছিল মেট্রোয় একেন থুরি অনির্বাণের সঙ্গে
বাঙালি দর্শকমনে জায়গা করে নিয়েছে একেন। এখনও বুঝতে পারলেন না, কথা হচ্ছে হইচই-য়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘একেনবাবু’-তে। ঠিকই ধরেছেন কথা হচ্ছে অনির্বাণ চক্রবর্তীর। এখন দর্শক মনে তিনিই একেন, তিনিই জটায়ু। তাঁকে ছাড়া অনেকেই ভাবতে পারে না এই চরিত্রদুটো। আট থেকে আশির মনে এখন তিনি।
তবে একেনবাবুতে অভিনয়ের সময় অনির্বাণ চক্রবর্তী-র মুখে যে গোঁফটা থাকে সেটা কিন্তু নকল। আর এই গোঁফ দিয়েই হয়েছিল একদিন হেব্বি মজার কাণ্ড! তখন সবে একেনবাবুর প্রথম সিজন এসেছে। তখনও মেট্রো ধরেই যাতায়াত করতেন তিনি। অভিনেতা হিসেবে সদ্য পরিচিতি পাচ্ছেন আসলে। আরও পড়ুন: তথাগতর সঙ্গে বিচ্ছেদের পর প্রথম পুজো! দেবলীনা শহর ছেড়ে যাবেন বিশেষ মানুষ নিয়ে
তো মেট্রোয় দাঁড়িয়ে আছেন। সামনে এসে দাঁড়ায় একটা ছেলে। মুখের দিকে তাকিয়ে থাকে। আড়ছোখে সমস্তটাই বুঝতে পারছেন তিনি তখন। কিন্তু ছেলেটা কিছুতেই যেন নিশ্চিত হতে পারছে না। তারপর ফোনেই খুলে ফেলে হইচই। চালিয়ে দেয় একেনবাবু। মানে মোবাইলে দেখে বারবার মেলাতে চাইছে আর কি! আরও পড়ুন: পড়েছেন মাত্র ১২ ক্লাস, কেবিসি ১৪-তে প্রথম ১ কোটি জিতলেন হাউজওয়াইফ কবিতা
এরপর নিশ্চিত হয়ে তরুণ অনির্বাণের দিতে তাকিয়ে প্রশ্ন করে, ‘আপনিই একেনবাবু না? সেলফি নেব একটা?’ বেশ অপ্রস্তুতে পড়ে যান অনির্বাণ। বলেন, ‘চট করে নাও। চট করে নাও।’
একেনবাবুর প্রথম সিজন আসে ২০১৮ সালে। ইতিমধ্যেই দর্শক দেখেছে ৫টা গল্প। শেষ সিজন এসেছে ২০২১ সালে। চলতি বছরে একেন এসেছে বড় পরদাতেও। যদিও অনির্বাণের কথায় একেনের সঙ্গে এমনিতে তাঁর কোনও মিলই নেই। তিনি লাজুক, কম মিশুকে। লোকজনের মুখোমুখি হতে অস্বস্তি বোধও করেন। তবে তাতে কি! আপাতত তাঁর মধ্যেই মজেছে সকলের মন। আপনিও আছেন তো নতুন সিজন আসার অপেক্ষায়?
For all the latest entertainment News Click Here