‘গেরুয়া গানটাই আমি শুনিনি…’, অরিজিতকে নিয়ে ফের বেঁফাস মন্তব্য অভিজিতের!
একটা সময় বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়িয়েছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক সুপারহিট গান। নব্বইয়ের দশকে শাহরুখ খানের কন্ঠ হয়ে উঠেছিলেন এই বাঙালি গায়ক। তিনি অভিজিৎ ভট্টাচার্য। মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম ঠোঁটকাটা মানুষ হিসাবে পরিচিত অভিজিৎ। মনের কথা বলতেই তিনি ভয় পান না।
মাস কয়েক আগে শহরে অরিজিৎ সিং-এর অনুষ্ঠানের ভেনু বদল নিয়ে শুরু হয়েছিল ‘গেরুয়া বিতর্ক’। যা নতুন মাত্র পায় শনিবার রাতে অ্য়াকোয়াটিকায় অরিজিতের জবাব ঘিরে। গায়ক স্পষ্ট জানান, ‘গেরুয়া গানটি নিয়ে খামোকা জল্পনা-কল্পনা হল। গেরুয়া সন্ন্যাসীদের রং। গেরুয়া তো স্বামীজিরও রং..’। কিন্তু এত বিতর্কের পরেও অভিজিৎ ভট্টাচার্য বললেন, তিনি নাকি ‘গেরুয়া’ গানটাই কোনওদিন শোনেননি।
চলতি সপ্তাহে সুপার সিঙ্গার-এর মঞ্চে হাজির হচ্ছেন অভিজিৎ ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসাবে হাজির হবেন তিনি। বাংলা টেলিভিশনের রিয়ালিটি শো-এর পরিচিত মুখ অভিজিৎ। শান-রূপম-মোনালির পাশে অতিথি বিচারক হিসাবে পাওয়া যাবে তাঁকে। ইতিমধ্যেই সামনে এসেছে সেই প্রোমো। অভিজিৎ-এর কন্ঠে গান শুনতে উদগ্রীব দর্শক, এর মাঝেই বেঁফাস গায়ক।
প্রবীণ শিল্পীকে সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে ‘গেরুয়া’ বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘কোনও আইডিয়াই নেই। আমি গানটাই জানি না। শুনিনি। সিনেমাও দেখিনি’। শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে’ ছবির সুপার-ডুপার হিট গান এটি। অথচ গত ৮ বছরে নাকি এই গান শোনেননি অভিজিৎ! গায়কের কথায় তাঁর দেখা শেষ ছবি ‘থ্রি-ইডিয়টস’। বলিউড থেকে আপতত দূরত্বই বজায় রাখছেন তিনি, তাই জানালেন।
আরও পড়ুন-‘মিথ্যেবাদী’ শাহরুখের নামে এফআইআরের হুমকি ভক্তের! চাপের মুখে সত্যিটা বললেন পাঠান
এবার ‘গেরুয়া’ গান শোনেননি বললেন অভিজিৎ, এর আগে তিনি অরিজিৎ-কে চেনন না বলে দাবি করেছিলেন। শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো ‘অপুর সংসার’-এ একবার উপস্থিত হয়েছিলেন গায়ক। সেখানে তাঁকে অরিজিৎ-কে নিয়ে প্রশ্ন করা হতেই তাঁর জবাব ছিল, ‘তুমি ২ বছর আগে জিজ্ঞেস করেছ মোহিত চৌহান কেমন, তার আগে জানতে চেয়েছ কেকে কেমন। এখন অরিজিৎ। নামগুলো বদলাতে থাকবে। প্রশ্নটা এক থাকবে। আজকাল যে গানই শুনি লোকে বলে এটা অরিজিতের। আবার কেউ বলে এটা অরিজিৎ না। কোনটা অরিজিৎ সেটাই আমি জানি না। তবে ছেলেটা ভালো গায়।’
আরও পড়ুন- স্বল্পবসনে স্কুল হোস্টেলে বাসন মাজতেন নীনা, যৌবনের গোপন কথা ফাঁস অনুপমের
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here