গৃহ মন্ত্রকের গুরু দায়িত্ব ‘শ্রীমতি’ স্বস্তিকার কাঁধে! এই জুলাইয়ে ছবি মুক্তি
এক সাধারণ পরিবারের অন্দরের গল্প পর্দায় বলবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রতিদিন যাঁরা ‘গৃহমন্ত্রক’ সামলাচ্ছেন, সেই মহিলাদের নিজেদের কাজে ফিরে আসার গল্প বলবে ‘শ্রীমতী’। তাঁদের কথা পর্দায় তুলে ধরতে আসছেন আর এক ‘শ্রীমতী’ স্বস্তিকা। ছবি পরিচালনায় অর্জুন দত্ত।
ছবিতে স্বস্তিকার পাশাপাশি অভিনয় করছেন অভিনেতা সোহম চক্রবর্তী। স্বস্তিকা ও সোহম এই প্রথম একসঙ্গে কাজ করছেন। এছাড়া ছবিতে রয়েছেন বরখা বিস্ত সেনগুপ্ত, খেয়া চট্টোপাধ্যায়, সুদর্শন চক্রবর্তী, বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তৃণা সাহা-সহ অন্যান্যরা। একাধিক বার পিছিয়েছে ছবি মুক্তি। আগামী ৮ জুলাই সিনেমাহলে মুক্তি পাবে ‘শ্রীমতী’।
এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের গল্প এই ছবি। অগোছালো গৃহবধূ ‘শ্রী’ তাঁর স্বামীর প্রেমে মগ্ন। ঝাঁ চকচকে সমাজ এবং পরিপার্শ্বিক চাকচিক্যের মাধ্যে নিজের পরিচয় ক্রমশও হারিয়ে ফেলেছেন তিনি। পরিচালক জোর দিয়ে বলেছেন, প্রত্যেক গৃহিণীই ‘শ্রীমতী’র গল্পের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করতে পারবেন।
আরও পড়ুন: গৃহ মন্ত্রক সামলাবেন ‘শ্রীমতি’ স্বস্তিকা! সঙ্গে থাকছেন সদ্য বিবাহিত তৃণাও
‘শ্রীমতী’-র প্রযোজনায় রয়েছে কান সিং সোধার প্রযোজনা সংস্থা কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছে সুপ্রতিম ভোল। সঙ্গীত পরিচালনায় করছেন সৌম্য রিত। সম্পাদনা করছেন সুজয় দত্ত রায়।
For all the latest entertainment News Click Here