গুয়াহাটির মন্ত্রে ডার্বি জয়ের লক্ষ্যে ইস্টবেঙ্গল কোচ, সহানুভূতি নর্থ-ইস্টকে
পীযূষ দত্ত
অবশেষে আইএসএলের পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গুয়াহাটির ইন্দিরা গান্ধি অ্যাথলেটিক স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে লাল-হলুদ বাহিনী। ক্লেইটন সিলভা, চেরিস কিরিয়াকু এবং জর্ডান ও’ডোহার্টির গোলে জিতেছে ইস্টবেঙ্গল। উঠে এসেছে সাত নম্বর স্থানে।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে স্টিফেন কনস্ট্যান্টাইন বলেন, ‘আমাদের শেষ দুটি ম্যাচ নিয়ে আগে বিভিন্ন রকম আলোচনা হয়েছে। আমরা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আগের ম্যাচগুলিতেও আমরা কমবেশি ভালো খেলার চেষ্টা করেছি। গোয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে আমরা ভালোই খেলেছি। তবে আজ (বৃহস্পতিবার) টিম প্রথম থেকে শেষ পর্যন্ত খেলাটা দখলে রাখতে পেরেছিল। আশা করছি, এই জয়ের পর টিম এবং খেলোয়াড়রা উৎসাহ পাবেন এবং আগামী ম্যাচগুলোর জন্য জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু হবে।’
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৩-১ এবং এফসি গোয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে হারের পর খানিক মুষড়ে পড়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে বৃহস্পতিবার ম্যাচে ক্ষতে প্রলেপ দিল ইস্টবেঙ্গল। সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে সমর্থকদের উচ্ছাসের ছবি।
নর্থ-ইস্টের প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘আমি বেঙ্গালুরুর বিরুদ্ধে ওদের ম্যাচটা দেখেছি। ওরা খুবই ভালো খেলছে। অত্যন্ত পরিশ্রমী দস। মার্কো বালবুল আমারই মতো একটি কঠিন কাজে হাত দিয়েছেন। এখনও নিজেদের গড়ে তোলার পর্বে রয়েছে নর্থ-ইস্ট।’
অন্যদিকে আগামী ২৯ অক্টোবর আছে ডার্বি। শেষ ডার্বিতেও মাথা নোয়াতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। জিতেছিল এটিকে মোহনবাগান। তবে ইস্টবেঙ্গল কোচের মতে, নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এই জয় তাঁদের নিশ্চিতভাবে উৎসাহিত করেছে ডার্বির জন্যে। ইতিমধ্যেই তাঁরা ডার্বির প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।
For all the latest Sports News Click Here