গুরুদ্বার থেকে ফিরে বাথরুমে পা পিছলে মৃত্যু, প্রয়াত অভিনেত্রী নীলু কোহলির স্বামী
বিনোদন জগত থেকে সামনে এল ফের এক হতাশাজনক খবর। প্রয়াত প্রবীণ টেলিভিশন অভিনেত্রী নীলু কোহলির স্বামী হারমিন্দর সিং কোহলি। বাথরুমের ভিতরে পিছলে পরে মারা গেলেন তিনি। ঘটনাটি ঘটে ২৪ মার্চ শুক্রবার। রিপোর্ট অনুসারে, বাড়ির পরিচারক হরমিন্দরকে বাথরুমের ভিতর প্রয়াত অবস্থায় উদ্ধার করে। ২৭ মার্চ সোমবার তাঁর শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।
নীলুর স্বামী হারমিন্দর ২৪ মার্চ বিকেল অবধি সুস্থ ছিলেন বলেই জানা গিয়েছে। গুরুদ্বারেও যান। সেখান থেকে ফিরে বাথরুমে যান। আর তারপর ফিরতে দেরি হচ্ছে দেখে বাড়ির একজন পরিচারক তাঁর খোঁজ করতে বাথরুমে উপস্থিত হলে দেখেন মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। খবর, হাসপাতালে নিয়ে গেলেও সেখানকার ডাক্তাররা জানায় আনতে দেরি হয়ে গিয়েছে।
খবরটি নিশ্চিত করে নীলুর মেয়ে সাহিবা ইটিটাইমস টিভিকে বলেন, ‘হ্যাঁ, এই খবর সত্যি। আজ বিকেলেই ঘটেছে। আকস্মিক মৃত্যু। আমার ভাই মার্চেন্ট নেভিতে থাকায় দুই দিন পর শেষকৃত্য হবে এবং আমরা ওর ফেরার অপেক্ষা করব। মায়ের অবস্থা ভালো নয়। ঘটনাটি ঘটার সময় তিনি কোনও কাজে বাইরে ছিলেন।’
নীলু কোহলি একজন বিখ্যাত টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি জনপ্রিয় টিভি শো যেমন ছোটি সার্দারনি, সঙ্গম, মেরে অঙ্গনে ম্যায়, এবং ম্যাডাম স্যারের মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। নীলুকে হাউসফুল ২, হিন্দি মিডিয়াম এবং পাতিয়ালা হাউসের মতো সিনেমাতেও দেখা গিয়েছে।
প্রসঙ্গত, নীলু কোহলি তাঁর বলিউড কেরিয়ার শুরু করেছিলেন দিল কেয়া করে দিয়ে। তাঁকে সম্প্রতি টিভি শো ‘ইয়ে ঝুকি ঝুকি সি নজর’-এ দেখা গিয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here