গুরুতর অসুস্থ! ৯ মাসের ছেলেকে নিয়েই হাসপাতালে ভর্তি বাংলাদেশের পরীমনি
অসুস্থ বাংলাদেশের ‘পরী’। তীব্র জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালে পরীমনির সঙ্গেই রয়েছে তাঁর ছেলে রাজ্য। নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানিয়েছেন অভিনেত্রী।
ঠিক কী হয়েছে?
দু’দিন আগেই (১৩ মে) পরীমনির ফেসবুকের পাতা থেকে জানা গিয়েছিল, তিনি অসুস্থ। তাঁর ১০৩ জ্বর। এখবর জানার পরই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এ খবর জানানোর ঠিক পরপরই ১৪ মে রাতে পরীমনির পোস্ট থেকে জানা যাচ্ছে, শরীর আরও বেশি খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ সঙ্গে নিজেই নিজেকে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত ১৪ মে ছিল মাতৃ দিবস। আর ওইদিনই হাসপাতালে ভর্তি হতে হয় পরীমনিকে। সঙ্গে তাঁর ছেলেকেও রাখা হয়েছে। অসুস্থ অবস্থাতেও ছেলে রাজ্যের প্রতি দায়িত্ব পালন থেকে বিরতি নেননি পরীমনি, হাসপাতালের বিছানাতে শুয়েও ৯ মাসের ছেলের দেখাশোনা করছেন অভিনেত্রী। আর সেকারণেই হয়ত তিনি লিখেছেন ‘মায়েদের জীবন কঠিন সুন্দর।’
আরও পড়ুন-বিয়ের আগে অন্তঃসত্ত্বা, মাকে জানাতেই বলেছিলেন তোমাকে ৭২ ঘণ্টা সময় দিচ্ছি, তার মধ্যে ব্যবস্থা করতে হবে: নেহা
আরও পড়ুন-‘তুমি মায়ের মতোই ভালো’, এটা বলার মতো আমার জীবনে আর কেউ নেই: দিতিপ্রিয়া
এদিকে আগামী ১৯ মে মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত ছবি ‘মা’। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’-এ এবার প্রিমিয়ার হতে চলেছে ‘পরী’র ছবি ‘মা’-এর। প্রসঙ্গত, গত বছর মা হওয়ার ঠিক আগে আগেই ‘মা’ ছবির শ্যুটিং সেরেছিলেন পরীমনি। অবশেষে মুক্তি পেতে চলেছে ‘পরী’র মা। এদিকে ৪ দিন আগেই পরীমনি তাঁর ছেলে শাহিম মহম্মদ রাজ্যে ৯ মাস পূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করেছিলেন, আর তার ঠিক পরপরই অসুস্থ হয়ে পড়েন পরীমনি।
For all the latest entertainment News Click Here