গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বাংলাদেশের গায়ক আকবর, রাখা হয়েছে আইসিইউতে
অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি বাংলাদেশের গায়ক আকবর। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে রয়েছেন। চিকিৎসার জন্য ভারতে আসার কথা থাকলেও বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি।
শনিবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন আকবর। গায়কের স্ত্রী কানিজ ফাতেমা বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আকবরের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানুয়ারি থেকে তিনি বিছানায়। অনেক দিন ধরেই চলছে তাঁর চিকিৎসা।
বিগত কয়েক বছর ধরে নানা রোগের সঙ্গে লড়াই করছেন ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর। ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। পরে শরীরে জল জমার কারণে তাঁর ডান পায়ে ক্ষত তৈরি হয়। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তাঁর কিডনি ও লিভারের সমস্যা।
আরও পড়ুন: কীভাবে ট্রোলারদের উপেক্ষা করবেন? উপায় বলে দিলেন নুসরত জাহান
প্রসঙ্গত, প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এরই মাঝে কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। দেশে এবং বিদেশেও চিকিৎসা করিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। গান শেখেননি কখনও। শুরুর দিকে স্টেজ শো হলে ডাক পেতেন। ধীরে ধীরে তাঁর কণ্ঠ জনপ্রিয়তা পেতে শুরু করে যশোরে। কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলি গাজী। শ্রোতাদের কাছে তিনি আকবর নামে জনপ্রিয়।
For all the latest entertainment News Click Here