গুরুতর অসুস্থ, সাত বছর ধরে পার্কিনসনে ভুগছেন, নিজেই জানালেন অ্যালান বর্ডার
শুভব্রত মুখার্জি: প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বর্ডার পার্কিনসনে রোগে আক্রান্ত দীর্ঘ দিন ধরেই। তিনি নিজেই জানিয়েছেন সে কথা। সাত বছর আগে ২০১৬ সালে প্রথম বার এই রোগে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন বর্ডার। ফলে দীর্ঘ ৭ বছর ধরে তাঁকে লড়াই করতে হচ্ছে এই কঠিন ব্যধির সঙ্গে। চিকিৎসকদের পরিভাষায় যাকে বলে, নার্ভাস সিস্টেম প্রোগ্রেসিভ ডিস অর্ডার। জুলাই মাসেই ৬৮ বছর বয়সে পা দিয়েছেন বর্ডার। আর এবারই নিজের গুরুতর সমস্যার কথা সামনে আনলেন তিনি।
আরও পড়ুন: কোহলি আরও একটি বিশ্বকাপ খেলবে- স্থির বিশ্বাস ইউনিভার্স বসের
অ্যালান বর্ডার জানিয়েছেন, ‘আমি নিউরো সার্জেনের ঘরে ঢুকি এবং আমি ঘরে প্রবেশ করার পরেই তিনি আমাকে মুখের উপর জানিয়ে দেন আমার অসুস্থতার কথা। আমাকে তিনি বলেন, আমি দুঃখিত যে এটা বলতে যে, আপনি পার্কিনসন রোগে আক্রান্ত। যে ভাবে আমি ঘরে হেঁটে ঢুকেছিলাম, সেটা দেখেই উনি আমাকে সেটা বলে দেন। আমার দু’হাত আমার শরীরের দু’পাশে ছিল। যাকে বলে ঝুলে ছিল। দুলছিল (সুইং) না । আর সেটা দেখেই উনি আমাকে বলে দেন, যে আমি পার্কিনসন রোগে আক্রান্ত।’
আরও পড়ুন: গোল্লায় গিয়েছে ব্যাজবল, তৃতীয় দিনের শেষে ২২১ রানে এগিয়ে অজিরা, বৃষ্টিই বাঁচাতে পারে ইংল্যান্ডকে
তিনি আরও যোগ করেছেন, ‘আমি এমন একজন মানুষ যে পুরোটা ব্যক্তিগত রাখতেই ভালবাসি। আমি চাই না, লোকে এই বিষয়টি নিয়ে আমাকে সহানুভূতি দেখান। কারণ আমি জানি না, লোকে আমার প্রতি যত্নশীল কিনা। আমি এটা জানি, এমন একটা দিন আসবে যখন লোকেরা নিজেরাই বিষয়টি নজর করবে। তবে আমি এটা বলতে পারি যে, এখনও অনেকের থেকে ভালো আছি। তবে এটা বলতে পারি আমি ভীত নই। ভবিষ্যত নিয়ে আমি কোনও রকম আতঙ্কে নেই। আমার এখন বয়স ৬৮ । আমি যদি ৮০ বছর বয়স অব্দিও পৌঁছতে পারি, তা আমার কাছে বড় পাওনা।’
For all the latest Sports News Click Here