গুরুজিরই মেয়ে পিলু! সত্যিটা ফাঁস করল কল্যাণী, নতুন প্রোমো ঘিরে ধামাকা
লোকগানে পারদর্শী পুরুলিয়ার এক অখ্যাত গ্রামের মেয়ে পিলুর শাস্ত্রীয় সংগীত শেখবার গল্প নিয়ে শুরু হয়েছিল জি বাংলার অন্যতম নতুন ধারাবাহিক পিলু। ইতিমধ্যেই আহিরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছে সে, শুরু থেকেই গল্পে একের পর এক টুইস্ট।
গুরুজি আদিত্য নারায়ণের মেয়ে রঞ্জিনীর আহিরের প্রতি টান কারুর অজানা নয়, পিলু-আহিরের বিয়ে কোনওভাবেই মানতে পারছে না। পিলুর উপর ঘুরিয়ে-ফিরিয়ে অত্যাচার শুরু করেছে রঞ্জিনী ও তাঁর মা ঋজুলা। তবে এতোদিন পিলুর আসল পরিচয় কারুরই জানা ছিল না,এমনকী পিলু নিজেও জানতো! অবশেষে ফাঁস হবে পিলুর পিতৃপরিচয়। পিলু যে আদিত্য নারায়ণেরই মেয়ে তা অবশেষে প্রকাশ্যে আনতে চলেছেন কল্যাণী (পিলুর মা)। পুরুলিয়ায় গিয়ে কল্যণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আদিত্য নারায়ণ, তারপরই জন্ম হয়েছিল পিলুর। সে-সব কিছুই জানতেন না আদিত্য নারায়ণ। তবে ফিরে এসে নিজের গুরুর মেয়েকে বিয়ে করেন তিনি।
নতুন প্রোমোতে দেখা যাচ্ছে পিলু ও আহিরের সঙ্গে কল্যাণী সামনে আসবে আদিত্য নারায়ণের। তাকে দেখে তো আদিত্যর চোখ ছানাবড়া। কল্যাণীকে দেখে তিনি বলে উঠেন, ‘পিলু তোমার মেয়ে!’ পিলুর মায়ের পাল্টা জবাব, ‘পিলু তোমারও মেয়ে আদিত্য। আজ তোমার সঙ্গে তোমার মেয়ের পরিচয় করাতে এলাম’।
স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো দেখার পর পিলু ভক্তদের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। রঞ্জিনী যখন জানতে পারবে পিলু তাঁর সত্ বোন তখন কী প্রতিক্রিয়া হবে তাঁর? আহির-পিলুর সম্পর্কে কী প্রভাব ফেলবে এই সত্য? এই নিয়ে এখন টানটান উত্তেজনা।
For all the latest entertainment News Click Here