গুপ্তচরের ভূমিকায় পরিণীতি, ‘কোড নেম: তিরঙ্গা’র জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন?
আগামী ১৪ই অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘কোড নেম: তিরঙ্গা’। ছবি মুক্তির আগেই ট্রেনিংয়ের দিনগুলির সামান্য ঝলক নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন পরিণীতি চোপড়া। একেবারে অ্যাকশন প্যাকড অবতারে দেখা যাবে অভিনেত্রীকে।
বাঙালি পরিচালক ঋভু দাশগুপ্তর আসন্ন ছবি ‘কোড নেম: তিরঙ্গা’য় পরিণীতির কাঁধে রয়েছে দেশরক্ষার গুরুদায়িত্ব। এই ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা মিলবে অভিনেত্রীর। ছবির শ্যুটিংয়ের জন্য ক্যামেরার পিছনে প্রচুর পরিশ্রম করেছেন পরিণীতি। অ্য়াকশন দৃশ্যের জন্য আলাদা করে ট্রেনিং নিয়েছেন। আরও পড়ুন: Uunchai: ৮০ ছোঁয়ার আগেই সুপার হট লুকে অমিতাভ! ‘উঁচাই’-এ বিগ বি’কে কেমন দেখাচ্ছে, দেখে নিন
কখনও বন্দুক হাতে তো কখনও নিরস্ত্র অবস্থাতেই মারকাটারি অ্যাকশন মুডে ছবিতে দেখতে পাওয়া যাবে পরিণীতিকে। পর্দায় সেই দৃশ্যে ফুটিয়ে তুলতে লকডাউনে বিভিন্ন ট্রেনিং নিয়েছেন তিনি। নেটিজেনরা অভিনেত্রীর এই ভিডিয়ো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। আরও পড়ুন: Biswanath Basu: জি বাংলার আরও এক নতুন ধারাবাহিকে বিশ্বনাথ বসু! কোন চরিত্রে দেখা যাবে?
ছবির গল্প তুলে ধরে একজন নির্ভীক গুপ্তচরের গল্প যিনি সর্বদা তাঁর দেশের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত ৷ তাঁর মিশনই তাঁর কাছে শেষ কথা। এমনই এক ‘র’ এজেন্টের ভূমিকায় এখানে অভিনয় করতে দেখা যাবে পরিণীতিকে।
‘আলফা ওয়ান’ (পরিণীতির কোড নেম)-এর উপর দায়িত্ব পরেছে ২০০১ পার্লামেন্ট অ্যাটাকের অন্যতম চক্রী খালিদ ওমরকে (শরদ কেলকর) তুরস্কে আত্মগোপন করে আছে। এই সন্ত্রাসবাদীকে তার ডেরায় গিয়ে খতম করার মিশন দেওয়া হয় ‘আলফা ওয়ান’কে। এই মিশন পূরণ করতে দুর্গা সিং থেকে পরিণীতি হয়ে ওঠবেন ইসমত। বিয়ে করবেন ডঃ মির্জাকে। কিন্তু মির্জার (হার্ডি সান্ধু) প্রতি দুর্গার ভালোবাসা নিছক মিশনের অংশ নয়। মিশনের মাঝপথেই মির্জার কাছে ফাঁস হবে পরিণীতির আসল পরিচয়। সেই নিয়ে মন কষাকষি, তবুও কর্তব্যে অবিচল দুর্গা। এই নিয়ে এগোবে গল্প।
এই ছবিতে পরিণীতি, হার্ডি সান্ধু, শরদ কেলকরের পাশাপাশি অভিনয় করেছেন, রজিত কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্য, সব্যসাচী চক্রবর্তী, শিশির শর্মারা।
For all the latest entertainment News Click Here