গুজরাটকে চ্যাম্পিয়ন করে হার্দিকদের বিরুদ্ধে নামার আগে মালদ্বীপে মাছ ধরছেন মিলার
গুজরাটের বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড মিলার যিনি ২০২২ আইপিএল-এ টাইটানসদের চ্যাম্পিয়ন করেছিলেন।বর্তমানে তিনি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে মালদ্বীপের কিছু ছবি পোস্ট করেছেন ডেভিড মিলার। ২০২২ আইপিএল মিলারের জন্য এখন পর্যন্ত সেরা মরশুম ছিল। বাঁ-হাতি ব্যাটসম্যান ১৬ ইনিংসে ৬৮.৭১ গড়ে ৪৮১ রান করেছেন।এই সময়ে তার স্ট্রাইক রেট ছিল ১৪২.৭৩। কিলার-মিলার, ডেভিড মিলার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ৩৮ বলে অপরাজিত ৬৮ রানের ম্যাচজয়ী নক খেলেছিলেন। এরপর ফাইনালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৯ বলে অপরাজিত ৩২ রান করেছিলেন।
২০২২ আইপিএল শেষ হতেই মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন ডেভিড মিলার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবিটি শেয়ার করেছেন মিলার। সেই ছবির ক্যাপশনে ডেভিড মিলার লিখেছেন,‘আমি গতআটসপ্তাহের মুহূর্তগুলো অনুভব করছি। এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল, যা আমি কখনই ভুলব না। আপনাদের বার্তা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি আপনাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না। মালদ্বীপে এসে আমি আরাম করার সুযোগ পাচ্ছি। নিজেকে রিচার্জ করছি এবং রিল্যাক্স করছি। এই সবকিছুর জন্য ধন্যবাদ।’
ডেভিড মিলারকে গুজরাট টাইটানস ২০২২ আইপিএল-এর মেগা নিলামেতিনকোটি টাকায় কিনেছিল। মিলারকে এখন ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যাবে তাকে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে দক্ষিণ আফ্রিকার দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৯ জুন থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে ভারতকে। সিরিজের প্রথম ম্যাচটি হবে নয়াদিল্লিতে। সেই সিরিজে নামার আগে একটু ছুটি কাটিয়ে নিচ্ছেন ডেভিড মিলার।
For all the latest Sports News Click Here