গিলি থেকে বর্ডার- সবার বাজি অজিদের ওপর, ভারতের পক্ষে শুধু ‘বাংলার মেয়ে’ ইশা
নাগপুরে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে, নাগপুরে। অস্ট্রেলিয়া বিশ্বের ১ নম্বর টেস্ট দল। ভারত রয়েছে দুই নম্বরে। এই সিরিজ ভারত জিতলে, তারা অজিদের সিংহাসন থেকে সরিয়ে তিন ফরম্যাটেই ১ নম্বর দল হয়ে উঠতে পারবে।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ অ্যালান বর্ডার এবং সুনীল গাভাসকরের নামাঙ্কিত হয় ১৯৯৬ সাল থেকে। সামগ্রিক ভাবে ভারত-অস্ট্রেলিয়া খেলেছে ২৭টি টেস্ট সিরিজ। যার মধ্যে ভারতের জয় ১০টিতে, অস্ট্রেলিয়ার ১২টিতে, ড্র ৫টি সিরিজ।
নাগপুরে বৃহস্পতিবার থেকে প্রথম টেস্ট। ১৭ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে দিল্লিতে। ধরমশালায় তৃতীয় টেস্ট মার্চের ১ তারিখ থেকে। আমেদাবাদে ৯ মার্চ থেকে চতুর্থ টেস্ট। ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা টেস্ট দলের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম বর্ডার গাভাসকর ট্রফি হচ্ছে। এই মুহূর্তে টেস্ট ব্যাটিংয়ের ক্রমতালিকায় রোহিতই একমাত্র ভারতীয়দের মধ্যে প্রথম দশে আছেন। রোহিত আছেন দশম স্থানে। বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন রয়েছে ৪ নম্বরে।
আরও পড়ুন: অজিদের পরবর্তী T20 অধিনায়ক কে হতে পারেন? অবসর নিয়েই নাম বাছলেন ফিঞ্চ
এ দিকে নাগপুরে চোটের কবলে পড়া তিন তারকা ক্রিকেটারকে পাবে না অজিরা। অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কোচিংয়ে ভালো জায়গায় রয়েছেন অজিরা। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশেন, বোলারদের তালিকার শীর্ষে প্যাট কামিন্স।
বর্ডার-গাভাসকর ট্রফি নামকরণের পর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ হয়েছে ১৫টি। তার মধ্যে ৮টি হয়েছে ভারতের মাটিতে, ৭টি অস্ট্রেলিয়ায়। এর মধ্যে ৯টি সিরিজেই ভারত জিতেছে। ৫ বার জিতেছে অস্ট্রেলিয়া। ২০০৪ সালের পর এ দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া। ২০১৪-১৫ মরশুমে নিজেদের দেশে অস্ট্রেলিয়া শেষ বার ভারতকে কোনও টেস্ট সিরিজে হারিয়েছে। ২০১৭, ২০১৮-১৯ এবং ২০২০-২১- টানা তিনটি টেস্ট সিরিজে অজিদের ভারত হারিয়েছে। ২০১৭ থেকে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলেই রেখেছে ভারত। এ বার কি পারবে তারা?
আরও পড়ুন: নাগপুরে ক’জন স্পিনার খেলাবে ভারত, নিজে কোথায় ব্যাট করতে চাইছেন,খোলসা করলেন রাহুল
কিছু দিন আগে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনের ভোট ছিল অজিদের পক্ষে। তিনি দাবি করেছিলেন ২-১ সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। এ বার অ্যাডাম গিলক্রিস্ট থেকে অ্যালান বর্ডার- অস্ট্রেলিয়ার প্রাক্তনীরা নিজেদের দেশকেই বাজি ধরেছেন। তাঁরাও ২-১ এগিয়ে রেখেছেন অস্ট্রেলিয়াকে। ভারতের পক্ষে শুধু ‘বাংলার মেয়ে’ ইশা গুহ।
কী ভবিষ্যদ্বাণী প্রাক্তনীদের?
অ্যালান বর্ডার- সিরিজ জেতার দাবীদার: অস্ট্রেলিয়া, ফল: ২-১, সর্বোচ্চ রান: স্টিভ স্মিথ, সর্বোচ্চ উইকেট: কুলদীপ যাদব, প্লেয়ার অফ দ্য সিরিজ: স্টিভ স্মিথ
অ্যাডাম গিলক্রিস্ট- সিরিজ জেতার দাবীদার: অস্ট্রেলিয়া, ফল: ২-১, সর্বোচ্চ রান: উসমান খোয়াজা, সর্বোচ্চ উইকেট: প্যাট কামিন্স, প্লেয়ার অফ দ্য সিরিজ: প্যাট কামিন্স
কেরি ও’কিফে- সিরিজ জেতার দাবীদার: অস্ট্রেলিয়া, ফল: ২-১, সর্বোচ্চ রান: চেতেশ্বর পূজারা, সর্বোচ্চ উইকেট: নাথান লিয়ন, প্লেয়ার অফ দ্য সিরিজ: নাথান লিয়ন
ইশা গুহ- সিরিজ জেতার দাবীদার: ভারত, ফল: ২-১, সর্বোচ্চ রান: স্টিভ স্মিথ, সর্বোচ্চ উইকেট: অক্ষর প্যাটেল, প্লেয়ার অফ দ্য সিরিজ: বিরাট কোহলি
For all the latest Sports News Click Here