গিটার বাজাচ্ছেন অরিজিৎ সিং, গাইছেন রূপম ইসলাম, জমে উঠল কনসার্ট…
অরিজিৎ সিং-এর কনসার্ট বলে কথা। শনিবার সকাল থেকেই তাই গোটা নিউটাউন চত্ত্বর ঘিরে ছিল ব্যস্ততা, ব্যস্ত ছিলেন অরিজিতের অনুরাগীরাও। ঠিক সময়ে কনসার্টে পৌঁছতেই হবে। শুধুমাত্র অরিজিৎ সিং-এর গান শুনতেই বহুমূ্ল্যের টিকিট কাটতেও পিছপা হননি অনেকে। ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকায় আয়োজিত কনসার্টে গান গাইলেন অরিজিৎ। গেরুয়া পাগড়ি পরেই তিনি যখন গান গাইলেন, তখন বিতর্কের কোথায় কী! অরিজিতের সুরেই , তাঁর গলার মাদকতায় ভেসে গেলেন শ্রোতা, দর্শকরা। অরিজিতের সেই শ্রোতাবন্ধুদের মধ্যে ছিলেন বিশেষ একজন, আর ইনি আর কেউ নন, গায়ক রূপম ইসলাম।
দর্শকাসনে রূপমের উপস্থিতির কথা জানতে পেরেই ‘রূপম ইসলাম ইজ হিয়ার…’ বলে চেঁচিয়ে উঠেছেন অরিজিৎ। গেয়েছেন রূপমের জনপ্রিয় ‘আরো একবার চলো ফিরে যাই/পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই…’ গানটি। অরিজতের গান শুনে তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করেন রূপম। তবে এখানেই শেষ নয়। এরপর আসর আরও জমে উঠেছিল।মঞ্চে দাঁড়িয়ে গিটার বাজিয়েছেন অরিজিৎ, আর দর্শকাসনে দাঁড়িয়ে মাইক হাতে গেয়েছেন রূপম। অরিজিতের সুর ধরে তাঁর গলায় শোনা গেল, ‘তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি/সেই ভুলে যাওয়া তোমাকেই/সেই তোমাকেই, তোমাকেই/সেই তোমাকেই.. ’। এই গানটিও সকলের চেনা, রূপম ইসলামের জনপ্রিয় সেই ‘একলা ঘর’ গান এটি। অরিজিৎ-রূপমের সেই যুগলবন্দী ভিডিয়ো উঠে এসেছে অনুরাগীদের ফেসবুকের পাতায়। অনুরাগীদের ফেসবুকে উঠে এসেছে অরিজিতের অনুষ্ঠানে আরও নানান মুহূর্ত…। এদিন ‘গেরুয়া বিতর্ক’-এর জবাব থেকে রূপম ইসলামকে ‘আমার রকস্টার’ বলে ওঠা, অরিজিতের বিনয়ী স্বভাব ফের প্রশংসিত সর্বত্র।
এদিন শুরুতেই বাংলা গান দিয়েই কনসার্ট শুরু করেছিলেন অরিজিৎ। তাঁর গলায় শোনা গিয়েছে ‘মহীনের ঘোড়াগুলি’র সেইব বিখ্যাত ‘শহরের উষ্ণতম দিনে/পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস/তোমায় দিলাম আজ।’ গানটি, গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত সেই ‘দে দোল দোল দোল/তোল পাল তোল/চল ভাসি সবকিছু তাইগ্যা/হেঁইয়ো রে মার্ জোর/হে আল্লা, হে রামা’ গানটিও।
তবে শুধু রূপম ইসলামই নন, শনিবার অরিজিতের কনসার্টে হাজির ছিলেন টলিপাড়ার অনেকেই। ভি-আইপি আসনে দেখা গিয়েছে পরিচালক, বিধায়ক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটিকেও। ২০১২ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’। গান গেয়েছিলেন অরিজিৎ। তখনও ‘মেরি আশিকি তুম হি হো’ মুক্তি পায়নি, সুতরাং গোটা দেশের হার্টথ্রব হওয়ার আগেই রাজ চক্রবর্তীর জহুরির চোখ চিনে নিয়েছিল অরিজিৎ সিং-এর প্রতিভা। সেই পুরোনো কথা মনে করেই এদিন টলি-পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অরিজিৎ সিং।
For all the latest entertainment News Click Here