গায়ে সুতোর লেশমাত্র নেই! রুপোলি ফয়েল দিয়ে বুক ঢাকলেন উরফি
সেফটিপিন, বস্তা, কাগজ, ফিতে— উরফি জাভেদের পোশাকের বহর দেখে অবাক হতে হয় বটে! এ বার তিনি আরও এক ধাপ এগোলেন। রুপোলি রঙের ফয়েল দিয়ে নিজের বক্ষদেশ ঢাকলেন। তা বাদে গায়ে সুতোর লেশমাত্র নেই।
এই সাজেই ইনস্টাগ্রামে নিজের একাধিক ছবি দিয়েছেন উরফি। লেন্সবন্দি হয়েছেন খোলা চুল আর ‘অভিনব’ পোশাকে। বিবরণীতে লেখেন, ‘আলোকিত’।
উরফিকে দেখে হতবাক তাঁর অনুরাগীরা। ইন্ডাস্ট্রির সহকর্মীদেরও নজর কেড়েছেন তিনি। এফআইআর খ্যাত কবিতা কৌশিক কমেন্ট বক্সে লিখেছেন, ‘কাজু কাটলি’।
আসলে কাজু বরফি গায়ে এই ধরনের রুপোলি ফয়েল দেখা যায়। তাই বন্ধুকে সেই মিষ্টির সঙ্গে তুলনা করেছেন তিনি।
পোশাকের জন্য আগাগোড়াই কটাক্ষের শিকার হয়েছেন উরফি। এ বারও ব্যতিক্রম নয়। জনৈক প্রশ্ন করেছেন, ‘এটা কী ধরনের পোশাক পরেছেন?’, অন্য জনের টিপ্পনি, ‘এটাকে কি আদৌ পোশাক বলে চলে!’
(আরও পড়ুন: এবার ‘গ্যালাক্সি পোশাক’ পরলেন উরফি! বগলের নীচ থেকে পুরোটাই স্বচ্ছ.. দেখুন ভিডিয়ো)
১৯৯৭ সালে ১৫ অক্টোবর লখনউতে জন্মগ্রহণ করেন উরফি। শোনা যায়, স্নাতকস্তরের পড়াশোনা শেষ না করেই বাড়ি থেকে পালিয়ে যান তিনি। এর পর একটি কলসেন্টারে কাজ শুরু করেন তিনি। তার সঙ্গেই অভিনয়ের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিতে শুরু করেন। অবশেষে সাফল্য আসে। ‘চন্দ্র নন্দিনী’, ‘মেরি দুর্গা’, ‘কসৌটি জিন্দেগি কে’-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেন উরফি।
(আরও পড়ুন: ‘পাথর ছুড়ে মারবে?’ সেফটিপিন,ফুল, দড়ির পর এবার পাথর দিয়েই বিকিনি বানালেন উরফি!)
২০২১ সালে ‘বিগ বস ওটিটি’-তে অংশগ্রহণ করেন উরফি। সেই রিয়্যালিটি শোয়ের হাত ধরেই প্রথম জনপ্রিয়তার স্বাদ পান তিনি। নেটমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তাঁর অনুগামী সংখ্যা ৩০ লক্ষেরও কিছু বেশি।
For all the latest entertainment News Click Here