গাল্লা গুড়িয়ার ম্যাজিক তৈরি করলেন রণবীর-প্রিয়াঙ্কা, নাচের জাদুতে মুগ্ধ সবাই
দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু ফেরেননি নিক জোনাসের সঙ্গে গ্ল্যামারাস লুকে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে নজর কেড়েছেন সবার। এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তাঁকে একটি স্লিট স্কার্ট এবং শিমারি টিউব পরে থাকতে দেখা যায়।
এদিন রণবীর সিংও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। শুধু উপস্থিত ছিলেন এমনটা নয়, রণবীর সিং এদিন তাঁর একাধিক হিট গানে নাচ করেন। এদিন যখন গাল্লা গুড়িয়া গানটি বেজে ওঠে তখন অভিনেতার সঙ্গে যোগ দেন তাঁর এই গানের পর্দা-তুতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। দিল ধড়কনে দো ছবিতে এই দুই বলি তারকা ভাই বোনের চরিত্রে অভিনয় করেন। শুধু তাই নয়, এই গানের ভিডিয়োতে ম্যাজিক তৈরি করেন। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবির গানের সেই পুরোনো জাদু তাঁরা আবার এদিন স্টেজে তৈরি করলেন।
প্রিয়াঙ্কা এবং রণবীর দিল ধড়কনে দো ছবির এই গানে নেচে গোটা স্টেজে আগুন ধরিয়ে দেন। তাঁদের রসায়নে মুগ্ধ হয় গোটা অডিয়েন্স।
এরপর রণবীরকে পাঠান ছবির টাইটেল ট্র্যাক ঝুমে জো পাঠান গানটিতে নাচ করতে দেখা যায়। তাঁর সঙ্গে এদিন যোগ দেন বরুণ ধাওয়ান এবং খোদ শাহরুখ খান।
নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনের দ্বিতীয় দিনে রেড কার্পেটে ধরা দেন আরও একাধিক বলি তারকা। এঁদের মধ্যে ছিলেন আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, কৃতি শ্যানন, করিনা কাপুর, সইফ আলি খান, মাধুরী দীক্ষিত, মালাইকা আরোরা, অর্জুন কাপুর, সাবা আজাদ, হৃতিক রোশন, গৌরী খান, সুহানা খান, আরিয়ান খান, সলমন খান, প্রমুখ। এছাড়া একাধিক হলিউডি তারকা যেমন গিগি হাদিদ, টম হল্যান্ড, প্রমুখ উপস্থিত ছিলেন।
দিল ধড়কনে দো ছবিটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। এখানে রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও অনিল কাপুর, ফারহান আখতার, অনুষ্কা শর্মা, শেফালি শাহকে দেখা গিয়েছিল। ছবিটির পরিচালনা করেছিলেন জোয়া আখতার। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল ছবিটি।
For all the latest entertainment News Click Here