‘গালাগালি দিয়েছে’, ঝামেলার পর রাহুলকে নালিশ বিরাটের? KL ডাকলেও গেলেন না নবীন
জাতীয় দলের সতীর্থ, ফ্র্যাঞ্চাইজি দলের সতীর্থ – দু’জনের মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করছিলেন কেএল রাহুল। কিন্তু সেই পাহাড়প্রমাণ কাজে সফল হয়েছেন রাহুল, তেমন প্রমাণ মিলল না। তিনি বরফ গলানোর যে চেষ্টা করছিলেন, সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। যে ভিডিয়ো দেখে নেটিজেনদের বক্তব্য, সোমবার লখনউ সুপার জায়েন্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পর বিরাট কোহলি ও নবীন-উল-হকের ঝামেলা যে কতটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তার আরও একটি প্রমাণ মিলল। সেইসঙ্গে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে, যা দেখে নেটিজেনদের অনুমান, ঝামেলার বিষয়ে রাহুলকে বলছিলেন কোহলি। অনেকে তো বিরাটের ঠোঁট নাড়ানো থেকে দাবি করতে থাকেন, আরসিবির তারকা বলছিলেন যে তাঁকে গালিগালাজ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আপাতত সরাসরি মুখ খোলেননি বিরাট। শুধু আরসিবির একটি ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘তুমি যদি কাউকে কিছু দিতে পার, তাহলে সেটা ফেরতও নিতে হবে। নাহলে সেটা দিতে যেও না (অর্থাৎ শোনার ক্ষমতা না থাকলে বলতে না আসার পরামর্শ দেন বিরাট)।’ সেটা গৌতম গম্ভীর নাকি নবীনের বিষয়ে বলছিলেন, তা অবশ্য স্পষ্ট নয়।
সোমবার একানা স্টেডিয়ামে ‘হাই-ভোল্টেজ’ ম্যাচে উত্তাপ নেহাত কম ছিল না। তারইমধ্যে লখনউয়ের ইনিংসের শেষদিকে দশম ব্যাটার নবীনের সঙ্গে একপ্রস্থ উত্তপ্ত বাক্যবিনিময় হয় বিরাটের। যে উত্তাপ ম্যাচের পর আরও বৃদ্ধি পায়। দুই দলের খেলোয়াড়দের করমর্দনের সময় বিরাট এবং নবীনের মধ্যে ঝামেলা শুরু হয়। দু’জনকেই উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই তাঁদের সরিয়ে নিয়ে যান দুই দলের অন্যান্য খেলোয়াড়রা। তবে পরে গম্ভীরের সঙ্গে বিরাটের একপ্রস্থ ঝামেলা হয়।
আরও পড়ুন: LSG vs RCB: হাত উঁচিয়ে ‘ঔদ্ধত্যের’ সঙ্গে ডাক বিরাটের, আরও খেপে যান গম্ভীর- সামনে নয়া ভিডিয়ো
তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বাউন্ডারি লাইনের ঠিক বাইরে রাহুলকে উত্তেজিতভাবে কিছু বলছেন বিরাট। সম্ভবত জাতীয় দলের সতীর্থের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন লখনউয়ের অধিনায়ক। যিনি চোটের জন্য ঠিকভাবে হাঁটতে পারছিলেন না। কিন্তু বিরাট, নবীনদের ঝামেলা মেটাতে সম্ভবত সেই কষ্ট উপেক্ষা করেই দাঁড়িয়ে থাকেন। সেইসময় বিরাটের ঠোঁটের নড়াচড়া দেখে নেটিজেনদের ধারণা, আরসিবি তারকা বলছিলেন যে গালিগালাজ করা হয়েছে।
আরও পড়ুন: LSG vs RCB: আফগানকে ‘জুতো দেখান’ বিরাট, কীভাবে গম্ভীরের সঙ্গে শুরু ঝামেলা? রইল পুরো ভিডিয়ো
রাহুল এবং বিরাট যে কথা বলছিলেন, তার আরও একটি ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’জনে কথা বলছেন। সেইসময় রাহুলের পিছন দিয়ে যাচ্ছিলেন নবীন। লখনউয়ের সতীর্থকে ডাকেন রাহুল। কিন্তু মাথা ও হাত নেড়ে নিজের বিরক্তি প্রকাশ করে নবীন জানিয়ে দেন যে তিনি যাচ্ছেন না। রাহুলের হাবভাব দেখে মনে হচ্ছিল যে রাহুলের আচরণে তিনি যেন কিছুটা বিরক্ত হয়েছেন। পিছন ফিরেই কিছুক্ষণ নবীনের দিকে তাকিয়ে থাকেন। ততক্ষণ অবশ্য বিরাটকে কিছু বলতে দেখা যায়।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here