গায়ে ঘাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন উরফি! ‘দাঁড়াও ছাগল পাঠাচ্ছি’ মন্তব্য নেটিজেনের
আবার চমক দিলেন উরফি! না, এবার শহুরে পথঘাট কিংবা কোনও অনুষ্ঠানে নয়। কোনও বাগানের গাছের মধ্যে গিয়ে ধরা দিলেন তিনি। আশপাশের সঙ্গে সামঞ্জস্য রেখে পরেছিলেন পোশাক। আর সেই পোশাক দেখেই আবার মাথা ঘুরল নেটিজেনদের।
উরফি জাভেদ তাঁর ইনস্টাগ্রামে একটি নতুন শর্ট ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে ঘাসের পোশাক পরে থাকতে। হ্যাঁ, ঠিকই পড়লেন। তাঁর সারা অঙ্গে লেগে আছে ঘাস। আর এই সোশ্যাল মিডিয়া সেনসেশনের এই রূপ দেখে হতবাক নেট পাড়া। কমেন্ট বক্স উপচে পড়ল বন্য ইশারায়।
তাঁর পোস্ট করা ভিডিয়োয় তাঁকে একটি নীল রঙের ব্লেজার এবং প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু হলে কী হবে! সেখানেও আছে চমক। এই ব্লেজারেই ভরে আছে ঘাস। কাঁধ থেকে বুক, পা সব জায়গাতেই লেগে আছে ঘাস। তবে প্যান্টের একদিকে ঘাস থাকলেও আরেকদিকে কিন্তু নেই। এমনকি প্যান্টের পিছন দিকেও না। আচমকা দেখলে ময়ূরের গায়ের রঙের কথা মনে পড়বে আপনার। নীল সবুজের মিশেলে এদিন তিনি নজর কাড়লেন সবার। হাতের আঙুলে পরেছিলেন নীল রঙের নেইল পলিশ।
উরফির এই সাজে স্তম্ভিত নেটপাড়া। আসলে তিনি যে কখন কোন রূপে প্রকাশ্যে আসবেন সেটা আগে থেকে বোঝা বড়ই দুষ্কর! আসলে অভিনেত্রীর বক্তব্য একটাই, তিনি যদি না থাকেন তাহলে পাপারাৎজিরা খবরে কী দেখাবেন।
এদিন তাঁর পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই নিজেদের মতামত জানান। এক ব্যক্তি লেখেন, ‘দাঁড়াও ছাগল পাঠাচ্ছি।’ আরেকজন লেখেন, ‘একটা ছাগলেই খেল খতম।’ আরেক ব্যক্তি লেখেন ‘ফিল্ম দুনিয়ার সব থেকে বড় পাগল।’
তবে যতই তাঁকে সবাই কটাক্ষ করুক তাতে উরফি থোড়াই কেয়ার করেন। তিনি পোশাক নিয়ে তাঁর এক্সপেরিমেন্ট চালিয়ে যান। আর নিত্য নতুন বেশে অনুরাগীদের সামনে ধরা দেন।
For all the latest entertainment News Click Here