গাভাসকরকে টপকে গেলেন জো রুট, টেস্টের এলিট লিস্টে পিছনে ফেললেন পাক কিংবদন্তিকেও
নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টেই ইতিহাসের ১৪ নম্বর ক্রিকেটার হিসেবে দীর্ঘতম ফর্ম্যাটে ১০ হাজার রানের মাইলস্টোন টপকে যান জো রুট। ১১৮টি টেস্টে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল ১০০১৫ রান। নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলে রুট একযোগে টপকে যান পাকিস্তান ও ভারত, দু’দেশের দুই কিংবদন্তি ইউনিস খান ও সুনীল গাভাসকরকে।
টেস্টের ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় রুট পিছনে ফেলে দেন ইউনিস ও গাভাসকরকে। ১১৯টি টেস্টের ২১৯টি ইনিংসে জো রুটের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ১০১৯১ রান। ইউনিস টেস্ট কেরিয়ারে ১০০৯৯ এবং গাভাসকর টেস্ট কেরিয়ারে ১০১২২ রান সংগ্রহ করেছেন। সার্বিক তালিকার ১২ নম্বরে উঠে আসেন রুট।
টেস্টের ইতিহাসে ১০ হাজার রান সংগ্রহকারী তারকারা:-
১. টেস্টে সব থেকে বেশি রানের বিশ্বরেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের নামে। তিনি ২০০টি টেস্টে ১৫৯২১ রান সংগ্রহ করেছেন।
২. অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ১৬৮টি টেস্টে ১৩৩৭৮ রান সংগ্রহ করেছেন।
৩. দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অল-রাউন্ডার জ্যাক কালিস ১৬৬টি টেস্টে ১৩২৮৯ রান সংগ্রহ করেছেন।
৪. বর্ণোজ্জ্বল কেরিয়ারের ১৬৪টি টেস্টে ১৩২৮৮ রান সংগ্রহ করেছেন টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়।
আরও পড়ুন:- Joe Root Viral Video: কিছু না ধরেই ক্রিজে সোজা করে রাখা ব্যাট! রুটের ‘ভাইরাল ভিডিয়োয়’ হতবাক নেটিজেনরা
৫. প্রাক্তন ইংল্যান্ড দলনায়ক অ্যালেস্টার কুক ১৬১টি টেস্টে ১২৪৭২ রান সংগ্রহ করেছেন।
৬. শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা রাজস্থান রয়্যালসের বর্তমান হেড কোচ কুমার সাঙ্গাকারা ১৩৪টি টেস্টে ১২৪০০ রান সংগ্রহ করেছেন।
৭. ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ১৩১টি টেস্টে মাঠে নেমে ১১৯৫৩ রান সংগ্রহ করেছেন।
৮. ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দ্রপল ১৬৪টি টেস্টে ১১৮৬৭ রান সংগ্রহ করেছেন।
৯. শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান হেড কোচ মাহেলা জয়াবর্ধনে ১৪৯টি টেস্টে ১১৮১৪ রান সংগ্রহ করেছেন।
১০. অজি কিংবদন্তি অ্যালান বর্ডার ১৫৬টি টেস্টে ১১১৭৪ রান সংগ্রহ করেছেন।
আরও পড়ুন:- ENG vs NZ: ইতিহাস তৈরির কাজ অব্যাহত, প্রথম ফাস্ট বোলার হিসাবে ৬৫০ টেস্ট উইকেট নিলেন অ্যান্ডারসন
১১. প্রাক্তন অজি দলনায়ক স্টিভ ওয়া ১৬৮টি টেস্টে ১০৯২৭ রান সংগ্রহ করেন।
১২. ১১৯টি টেস্টে জো রুটের ব্যক্তিগত সংগ্রহ ১০১৯১ রান। নটিংহ্যাম টেস্টের একটি ইনিংসে এখনও ব্যাট করেননি তিনি।
১৩. কিংবদন্তি সুনীল গাভাসকর ১২৫টি টেস্টে ১০১২২ রান সংগ্রহ করেছেন। তিনিই ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের গণ্ডি টপকান।
১৪. পাকিস্তানের ইউনিস খান ১১৮টি টেস্টে ১০০৯৯ রান সংগ্রহ করেছেন।
For all the latest Sports News Click Here