গাব্বায় ভারতের পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়েই অ্যাসেজে অজি বধের ছক কষছেন রুট
৮ ডিসেম্বর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজ সিরিজ নানা বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠে লড়াইয়ে এখনও কিছুটা সময় থাকলেও মাঠের বাইরের লড়াই কিন্তু ইতমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জো রুট তো কোনো রাখঢাক না করেই স্পষ্ট বলে দিলেন গাব্বা আর অস্ট্রেলিয়ার শক্ত ঘাঁটি নয়।
প্রতিকূল পরিস্থিতিতে গ্বাবাতেই ৩২ বছর পর প্রথম দল হিসাবে অস্ট্রেলিয়াকে পরাজিত করে সিরিজ নিজেদের নামে করে ভারতীয় দল। সেই জয়কেই নিজেদের শিক্ষা লাভ ও প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির কাজে ব্যবহার করতে চাইছেন রুট। Guardian-কে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জানান, ‘ভারতীয় দলের কাছের নিজেদের সেরা একাদশ না থাকলেও ওরা গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিরোধ গড়ে তুলে দুরন্তভাবে গাব্বায় ম্যাচ জেতে। ওই জয়টা দেখে আমাদের দলের সকলেরই মনোবল আরও মজবুত হবে। ওখানে গিয়ে ওই ম্যাচের পরই আমাদের বিরুদ্ধে খেলতে হবে ওদের, যা অজিদের মনে সন্দেহের বীজ বপন করবে। ওটা এক সময় ওদের শক্তিশালী দুর্গ ছিল, কিন্তু আমরা সকলেই জানি এখন আর সেটা নেই।
রুট ব্যাট হাতে নিজেও আগুনে ফর্মে রয়েছেন। এই বছরে ইতিমধ্যেই লাল বলের ক্রিকেটে তাঁর ছয়টি শতরান করা হয়ে গিয়েছে। তবে অজিভূমে এখনও তাঁর শতরান অধরা। কিন্তু দলের সাফল্যের পাশপাশি রুট আশাবাদী যে তাঁর নিজের পরিসংখ্যানও এই অ্যাসেজ সফরে বদলাতে চলেছে। প্রসঙ্গত, অলরাউন্ডার বেন স্টোকস সাময়িক বিরতি নেওয়ার পর অ্যাসেজে ইংল্যান্ড দলে ফেরার কথা জানিয়ে দিয়েছেন, যা ইংল্যান্ডকে আরও শক্তিশালীই করে তুলবে।
For all the latest Sports News Click Here