গান নিয়ে ঝগড়া অতীত, ফাল্গুনীকে ‘কিংবদন্তি’ তকমা দিলেন নেহা! হঠাৎ হল কী
ফাল্গুনী পাঠকের ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’-র রিমেক করেছেন নেহা কক্কর। নাম ‘ও সাজনা’। নয়ের দশকের জনপ্রিয় গানকে নতুন ভঙ্গিতে পেশ করে কটাক্ষের মুখে পড়েন গায়িকা। সিংহ ভাগ শ্রোতা তো বটেই, নেহার উপর চটেছিলেন ফাল্গুনী স্বয়ং।
নেহাকে কটাক্ষ করতে ছাড়েননি ফাল্গুনী। তিনি বলেন, ‘প্রথমে মনে হল, গানটি খুবই খারাপ। মনে হচ্ছিল, বমি করে ফেলব।’ বিষয়টি এখানেই থামেনি। ফাল্গুনীর সেই মন্তব্যের জবাব পরোক্ষ ভাবে দিয়েছিলেন নেহা। জানিয়েছিলেন, কোনও রকম নেতিবাচকতাই ছুঁতে পারবে না তাঁকে।
একটি গানকে কেন্দ্র করে এই বিতণ্ডার পরেই উঠে এল সৌজন্যের ছবি। ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এ নবরাত্রির বিশেষ পর্বে অতিথি হয়ে আসবেন ফাল্গুনী। তাঁকে মঞ্চে স্বাগত জানালেন নেহা। শুধু তাই ফাল্গুনীকে ‘কিংবদন্তি’র তকমাও দিলেন তিনি। রিয়্যালিটি শোয়ের মঞ্চে ফাল্গুনীর গানের তালে তালেই ডান্ডিয়া খেললেন নেহা। সঙ্গী হিমেশ রেশমিয়া এবং আদিত্য নারায়ণ।
‘ইন্ডিয়ান আইডল’-এর আসন্ন এই পর্বের ঝলক মিলেছে সোনির ইনস্টাগ্রামে। আর তা দেখেই হতবাক নেটিজেনরা। অনেকেই বলছেন, নেহার গানের প্রচারের জন্যই নেটমাধ্যমে সেই ‘ভুয়ো’ বিতণ্ডা। আবার কেউ কেউ মনে করছেন, সবটাই দর্শকদের মনোরঞ্জনের জন্য করা!
(আরও পড়ুন: ‘আমি এত ছোট বয়সে যা পেয়েছি…’, ফাল্গুনী পাঠককে ইঙ্গিত করেই কি তোপ দাগলেন নেহা?_
নয়ের দশকে ফাল্গুনীর ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ শ্রোতাদের মন ছুঁয়েছিল। এত বছর পরেও সেই গানের সুর অমলিন। সেই গানকেই নতুন ভাবে সামনে এনেছিলেন নেহা। তবে তাঁর এই প্রচেষ্টা সিংহ ভাগ দর্শকের মনে ধরেনি। নেটমাধ্যমে তুমুল কটাক্ষের মুখে পড়তে হয় গায়িকাকে।
For all the latest entertainment News Click Here