গান, নাচ, স্মৃতিচারণায় উদযাপিত সতীশ কৌশিকের জন্মবার্ষিকী, হাজির অনুপম-নীনা-রানি
কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা সতীশ কৌশিক। দোলের দিন মাঝরাতে হঠাৎই তাঁর শরীর খারাপ করে এবং পরে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর এটাই তাঁর প্রথম জন্মবার্ষিকী ছিল। এর সেই উপলক্ষ্যে তাঁর পরিবার এবং বন্ধু বান্ধবরা একত্রিত হয়েছিলেন। অভিনেতা অনুপম খের একটি মিউজিক্যাল ইভেন্টের আয়োজন করেছিলেন মুম্বইতে তাঁর প্রয়াত বন্ধুর জন্য। তাঁর স্মৃতিচারণ করার জন্য এদিন অনেকেই উপস্থিত ছিলেন। অনেকেই তাঁকে সম্মান জানান।
রানি মুখোপাধ্যায় থেকে অনিল কাপুর, সোনালি বেন্দ্রে, নীনা গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। নীনা গুপ্তকে এদিন একটি সাদা রঙের শাড়িতে দেখা হয়েছিল। তিনি এদিন অনুপম খেরের সঙ্গে মঞ্চে থেকে প্রিয় বন্ধুর বিষয়ে নানা স্মৃতিচারণ করতে থাকেন।
নীনা গুপ্ত এদিন হিন্দিতে বলেন, ‘যা খুশি বলতে পারে ও। আমি ওর শেষ ছবি কাগজ ২তে কাজ করেছিলাম। আমাদের যখনই দেখা হতো আমরা হামেশাই বলতাম আমরা একসঙ্গে ডিনারে যাব। সেটা আর হয়নি। আমি তাই সবাইকে বলতে চাইব না করতে চান আজকেই করে ফেলুন। আমার আজ এখন মনে হচ্ছে কেন ওর সঙ্গে ডিনারে গেলাম না। বাবা মায়ের সঙ্গে যা যা কথা বলার আছে বলে নাও। বলো তুমি তাদের মিস করো।’ এরপর উনি ওঁর প্রিয় বন্ধুর উদ্দেশ্যে বলেন, ‘আজ আমি তোমার জন্মদিন উপলক্ষ্যে নতুন কানের দুল পরেছি। শুভ জন্মদিন।’
নীনা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘তুমি যেখানেই থাকো না কেন আমরা আজ তোমার জন্মদিন উদযাপন করছি। শুভ জন্মদিন। দেখ তোমার জন্যই আজ সেজেছি।’
অনিল কাপুর এদিন তাঁর নাচের জাদুতে মঞ্চ মাতান। সুভাষ ঘাইকে এদিন তাঁর স্মৃতিচারণা করতে দেখা যায়। বাদ যান না জাভেদ আখতারও। এদিন প্রয়াত অভিনেতার স্ত্রী এবং মেয়ে, শশী এবং বংশিকা উপস্থিত ছিলেন।
গত মাসে মাত্র ৬৬ বছর বয়সে আচমকাই কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান সতীশ কৌশিক। তিনি একজন অত্যন্ত ভার্সেটাইল অভিনেতা ছিলেন। বেঁচে থাকলে তিনি ১৩ এপ্রিল ৬৭ বছর পা দিতেন।
For all the latest entertainment News Click Here