গান গাইতে গাইতে মঞ্চে মাতলামি নোবেলের, জুতো ছুঁড়ে প্রতিবাদ দর্শকদের
বাংলাদেশি গায়ক নোবেল (Mainul Ahsan Noble) যেন এখন বিতর্কের আরেক নাম হয়ে উঠেছেন। কোনও না কোনও কারণে তাঁকে হামেশাই খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায়। কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলে। কখনও তিনি নিজেই কোনও প্রসঙ্গে বিতর্ক উসকে দেন। কখনও আবার তাঁর আচরণ গোটা ঘটনার জন্য দায়ী হয়। এবার আবার নতুন করে তিনি একটি বিতর্ক সৃষ্টি করলেন।
২৭ এপ্রিল, বৃহস্পতিবার নোবেল বাংলাদেশের একটি কলেজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই কুড়ি গ্রাম ফুলবাড়ি কলেজের সুবর্ন জয়ন্তীর অনুষ্ঠান অর্থাৎ ৫০ বছরের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। কথা ছিল তিনি সেই অনুষ্ঠানে গাইবেন। তিনি সেখানে দেওয়া কথা মতো যান, গাইতেও ওঠেন। তারপরই বাঁধে গোল।
মঞ্চে উঠে গান গাওয়ার সময় তিনি বিশেষ ‘সুস্থ’ অবস্থায় ছিলেন না। বরং অসংলগ্ন আচরণ করতে থাকেন বলেই দর্শকরা অভিযোগ করেন। তেমনটাই ওপার বাংলার সংবাদমাধ্যমে জানানো হয়েছে। এর আগেও গায়ক নিজেই জানিয়েছেন তাঁর এই নেশার কারণেই তাঁর কেরিয়ার প্রায় ধ্বংস হতে বসেছে। এবার সেই একই কারণে এবার বিতর্ক উসকে গেল।
সেই অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা জানিয়েছেন যে নোবেলের রাত ৯টা নাগাদ স্টেজে ওঠার কথা থাকলেও তিনি প্রায় ২ ঘণ্টারও বেশি সময় পর ১১টা ২০তে গান গাইতে ওঠেন। আর গান গাইতে উঠেই মাতলামি শুরু করেন নোবেল। ফলস্বরূপ দর্শকরা এতটাই বিরক্ত আর রেগে যান যে তাঁরা তাঁকে জুতো ছুঁড়তে থাকেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। পরে তাঁকে কলেজ কর্তৃপক্ষ সরিয়ে নেন।
কিছুদিন আগেই তিনি তাঁর স্ত্রীর প্রসঙ্গে জানিয়েছিলেন যে তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। যদিও পরবর্তীকালে তাঁর স্ত্রী দাবি করেন মোটেই তাঁদের বিচ্ছেদ হয়নি নোবেলের নেশার জন্য তিনি আলাদা থাকছেন। এখনও বিচ্ছেদ হয়নি। তবে এভাবে চললে শীঘ্রই সেটা হয়ে যাবে।
প্রসঙ্গত, নোবেল এপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার মাধ্যমে প্রচারের আলোয় আসেন। কিন্তু শো শেষ হওয়ার পর থেকেই তিনি একটার পর একটা বিতর্কে জড়াতে থাকেন।
For all the latest entertainment News Click Here