‘গান্ধীজির মতো আপনি মানুষের হৃদয়ে…!’, কর্ণাটকের জয়ে রাহুলের প্রশংসায় কমল হাসান
কর্ণাটক নির্বাচনে জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান। শুধু তাই নয় রাহুল গান্ধির জন্য লিখলেন বিশেষ বার্তা। কমল তাঁর ভারত জোড়ো যাত্রা থেকে রাহুল গান্ধীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন এবং টেনেছেন মহাত্মা গান্ধীর প্রসঙ্গ। যদিও নির্বাচনের ফলাফল ঘোষণা এখনও চলছে, তবে বেশ ভালো মার্জিনেই এগিয়ে রয়েছে কংগ্রেস।
কমল টুইট করলেন, ‘শ্রী @রাহুল_গান্ধীজি, এই উল্লেখযোগ্য বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন! ঠিক গান্ধীজির মতো, আপনি মানুষের হৃদয়ের পথ হেঁটেছিলেন এবং ঠিক তাঁর মতো করেই ভালোবাসা আর নম্রতা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আপনার বিশ্বাসযোগ্যতা কোনও রকম চমক ছাড়াই জনগণের জন্য তাজা শ্বাস নিয়ে এসেছে।’
‘আপনি কর্ণাটকের জনগণের মধ্যে বিভেদ মুছে ফেলার অঙ্গীকার করেছিলেন, যারা আর তাঁরা আপনার উপরে বিশ্বাস রেখে ঐক্যবদ্ধভাবে প্রতিদান দিয়েছেন। শুধু জয়ের জন্য নয়, জয়ের এই পদ্ধতির জন্যও ধন্যবাদ।’, আরও লেখেন কমল হাসান।
নয়াদিল্লিতে কংগ্রেস পার্টির সদর দফতরে মিডিয়া কনফারেন্সের সময় রাহুল গান্ধী কর্ণাটকের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘একদিকে, পুঁজিবাদের শক্তি ছিল এবং অন্যদিকে, দরিদ্র মানুষের শক্তি ছিল। শক্তি ক্ষমতার কাছে হারিয়ে গেছে। কর্ণাটকের লড়াইয়ে ঘৃণা বা ক্ষমতার অপব্যবহার কংগ্রেসের অস্ত্র ছিল না। আমরা জনগণের সমস্যার জন্য লড়াই করেছি’,
বর্তমানে, কংগ্রেস ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৭টিতে জয়ী বা এগিয়ে রয়েছে, যা ১১৩ ম্যাজিক ফিগারের অনেক উপরে। অপরদিকে প্রধানমন্ত্রী মোদী এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে টুইটারে লিখেছেন, ‘কর্ণাটক নির্বাচনে যাঁরা আমাদের সমর্থন করেছেন আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করতে চাই। আমরা আগামী দিনে আরও জোরালোভাবে কর্ণাটকের সেবা করব।’ কংগ্রেসের উদ্দেশে তিনি লিখলেন, ‘কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন। জনগণের আশা-আকাঙ্খা পূরণে তাদের প্রতি আমার শুভকামনা।
For all the latest entertainment News Click Here