গানের প্র্যাকটিসে ছেলেকে শান্ত করতে কোলে তুলে নাচ শ্রেয়া ঘোষালের, দেখুন ভিডিয়ো
বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তাঁর সুরেলা গলার জাদুতে মুগ্ধ অগণিত শ্রোতা। টলিউড থেকে বলিউড, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি একাধিক ভাষায় গান গেয়েছেন শ্রেয়া।
গত বছর মে মাসে শ্রেয়া ঘোষাল এবং তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের কোল আলো করে এসেছে তাঁদের পুত্র সন্তান। আদর করে ছেলের নাম রেখেছেন দেবয়ান মুখোপাধ্যায়। একরত্তি আসার পরই পালটে গিয়েছে শ্রেয়া-শিলাদিত্যর জীবন। ছেলেকে নিয়েই বেশির ভাগ সময় কাটে তাঁদের।
গত ১২ মার্চ ছিল শ্রেয়া ঘোষালের জন্মদিন। এদিন গায়িকা স্ত্রীকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেন শিলাদিত্য। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, শ্রেয়া তার টিমের সঙ্গে গানের প্র্যাক্টিস করছিলেন। আর সেইসঙ্গে ছেলেকেও সামলাচ্ছিলেন। ছেলেকে কোলে তুলে নাচ করছিলেন শ্রেয়া। একরত্তিও মায়ের কোলে চুপটি করে উপভোগ করছিল।
ভিডিয়ো পোস্ট করে শ্রেয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শিলাদিত্য। গায়িকা স্ত্রীকে ‘সুপারমম’-এর আখ্যা দিয়েছেন তিনি। সংসার থেকে কেরিয়ার যেভাবে সামলাচ্ছেন শ্রেয়া, সেই কারণে তাঁর প্রশংসায় পঞ্চমুখ। গানের প্র্যাকটিসেই ছেলেকে শান্ত করতে কোলে তুলে নাচ গায়িকার। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
জন্মদিনে ছেলে দেবায়নকে নিয়ে ‘মাম্মা’ লেখা কেক কাটেন গায়িকা। কেক কাটার পর তা তুলে দেন একরত্তির মুখে। শুধু শ্রেয়া নয়, পরিবারের বাকি সদস্যরাও কেক খাওয়াও দেবায়নকে। ভিডিয়ো শেয়ার করে শ্রেয়া লেখেন, ‘এই জন্মদিন আমার কাছে বিশেষ হয়ে থাকবে। মা হওয়ার পর প্রথম জন্মদিন…’।
For all the latest entertainment News Click Here