‘গানের অনুষ্ঠান বিকেলে কোরো’, অদিতি মুন্সিকে বিধানসভায় আসার কড়া বার্তা মমতার
বুধবার একটু কড়া হয়েই বিধায়কদের সামলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে জানালেন বিধানসভায় ভোটাভুটি থাকলে উপস্থিত থাকতে হবে সব বিধায়কদের। বুধবার মধ্যমগ্রামে ছিল মমতার প্রশাসনিক বৈঠক। সেখানেই হাজির ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি। আর বিধানসভার ভোটে অদিতির উপস্থিত না থাকর কারণ জানতে চান সবার সামনেই!
মধ্যমগ্রামের বৈঠকে তাঁর এলাকার কী সমস্যা আছে জানতে চান মমতা অদিতির কাছে। আর তাতে নিজের এলাকায় জল জমা সমস্যার কথা তুলে ধরেন অদিতি। যা শুনে মমতা অদিতিকে সরাসরি কথা বলিয়ে দেন দফতরের সচিবের সঙ্গে। এমনকী, বিধায়ক হিসেবে এই নিয়ে একটি লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথাও বলেন।
এরপরই জানতে চান মঙ্গলবার অদিতি বিধানসভায় হাজির ছিলেন কি না! যাতে তিনি জানান, গানের অনুষ্ঠান থাকায় তাঁর পক্ষে আসা সম্ভব হয়নি। তখনই মমতা অদিতিকে সাফ জানিয়ে দেন গানের অনুষ্ঠান রাতে রাখতে হবে। সকালে উপস্থিত হতে হবে বিধানসভায়। বিশেষ করে বিধানসভায় ভোট থাকলে তা কোনওভাবেই মিস করা যাবে না! তবে সঙ্গে অদিতির গানেরও তারিফ করেন মুখ্যমন্ত্রী। অদিতি ছট পুজোয় মেদিনীপুরে গিয়ে ভালো গান করে এসেছেন, সেই খবরও যে তাঁর কাছে আছে তাও জানান৷
এদিন প্রশাসনিক বৈঠকে বাকি বিধায়কদেরও বিধানসভায় উপস্থিতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় বিএসএফ-এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব আনে রাজ্য সরকার৷ কিন্তু সেদিন ভোটাভুটির সময় তৃণমূলের অনেক বিধায়কই উপস্থিত ছিলেন না! তৃণমূলের বিধায়ক সংখ্যা যেখানে ২১৭, সেখানে ভোট পড়ে ১১২টি৷
For all the latest entertainment News Click Here