গাড়ি ঘোরানো নিয়ে বচসা! সলমনের সহকর্মীকে বেধড়ক মারধর ৬ যুবকের,গুরুতর জখম ময়াঙ্ক
দিল্লির প্রকাশ্য রাস্তায় বেধড়ক মার খেলেন সলমনের সহকর্মী ময়াঙ্ক দীক্ষিত। ‘যুবরাজ’ ছবির সহকারী পরিচালক গুরুতর জখম হন ৬ জনের হামলায়। জানা গিয়েছে গত রবিবার দিল্লির লক্ষ্মী নগর এলাকায় ঘটেছে এই ঘটনা। গাড়ি ঘোরানো নিয়ে শুরু হয় বচসা। যা ভয়ঙ্কর আকার ধারণ করে। এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ময়াঙ্ক।
জানা গিয়েছে দিল্লির লক্ষ্মী নগরের মতো ঘিঞ্চি এলাকায় গাড়ি ঘোরানো নিয়ে একদল ছেলের সঙ্গে বচসা শুরু হয় ময়াঙ্কের। সেই ঝামেলা নিমেষেই গড়ায় হাতাহাতিতে। ৬ জনের হাতে মার খেয়ে আধমরা অবস্থা ময়াঙ্কের, তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়াঙ্কের উপর হামলাকারী ৬জন অজ্ঞাতপরিচয়ের খোঁজে দিল্লি পুলিশ। সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেড খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও এফআইআর দায়ের হয়নি, তবে স্বতঃস্ফূর্ত তদন্ত শুরু হয়েছে। গভীরভাবে চোটগ্রস্ত ময়াঙ্ক এখনও পুলিশকে নিজের জবানবন্দি দিতে সফল হয়নি। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় ময়াঙ্কের একটি ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ঘাড়ে সাপোর্ট দেওয়া রয়েছে, সারা শরীরে ক্ষতের দাগ সুস্পষ্ট।
দিল্লির ছেলে ময়াঙ্ক। সাংবাদিকতা ও গণমাধ্যমের ছাত্র ছিল সে। পড়াশোনা শেষ করে মুম্বই পাড়ি দেয়। সেখানে একাধিক নামী পরিচালকের সহকারী হিসাবে কাজ করেছেন ময়াঙ্ক। ‘যুবরাজ’ (২০০৮) ছবিতে সলমন-অনিলদের অ্যাকশন বলার সুযোগ হয়েছিল তাঁর। পরবর্তীতে সঞ্জয় দত্তের ‘তোরবাজ’ (২০২৩) ছবির কাস্টিং ডিরেক্টর হিসাবে কাজ করেন ময়াঙ্ক। ১৩ বছরের ব্যাবধানে অনেককিছুই বদলে গিয়েছে তা বেশ স্পষ্ট। বর্তমানে কাস্টিং ডিরেক্টর এবং অ্যাক্টিং কোচ হিসাবেও সমানতালে কাজ করছেন ময়াঙ্ক।
.
For all the latest entertainment News Click Here