গাড়ির ভিতর রহস্যময় পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ভূমি, চুমুর ভিডিয়ো সামনে আসতেই হইচই!
প্রেম দিবসের আবহে পর্দাফাঁস ভূমি পেদনেকরের লাভ লাইফের! নতুন বছরে তামান্না ভাটিয়া ও বিজয় রাজের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ফাঁস হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা তাঁদের চর্চিত সম্পর্কে শিলমোহর দিয়ে দেয়। আর এবার নেটদুনিয়ায় ফাঁস ভূমি পেদনেকরের কীর্তি! এই মুহূর্তে ভাইরাল ভূমির চুম্বনের এক ভিডিয়ো।
গত ১২ই ফেব্রুয়ারি সুপার হট লুকে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনের আসরে হাজির ছিলেন ভূমি। সোনালি শাড়ি আর ডিপ নেকলাইনের ব্লাউজে ভূমির সেক্সি অবতার নজর কেড়েছিল সকলের। সেখান থেকে বেরিয়েই এক রহস্যময় পুরুষকে গাঢ় চুমু খান অভিনেত্রী। সবটাই ঘটে তাঁর গাড়ির ভিতরে। তবে পাপারাৎজিদের ক্যামেরায় ঠাসা রিসেপশনের ভেন্যুতে ভূমির কাণ্ড ফাঁস হয়ে যায়।
সূত্রের খবর ভূমির গাড়ির ভিতরে রাখা ওই রহস্যময় পুরুষ বিল্ডার যশ কাটারিয়া। সূত্রের খবর, যশের সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন বলিউডের এই ডিভা। ভিডিয়োতে দেখা গেল সেন্ট রেজিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠছেন ভূমি। তখনই দরজার সামনটা ব্লক করে দাঁড়িয়ে পরেন নায়িকার নিরাপত্তারক্ষীরা। এমনকী ক্যামেরা লেন্সের সামনে দু-হাতও দেন। তখনই ওই পুরুষ চুমুর ঠোঁটে ঠোঁট রাখেন। যা খুব সহজেই ধরা পড়েছে ক্যামেরায়।
গোটা বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি ভূমি, তবে অন্দরের খবর সিড-কিয়ারার রিসেপশনে নাকি সারাক্ষণ যশের সঙ্গে ছিলেন নায়িকা। দুজনের রসায়ন নজর কেড়েছে সবার। সেই নিয়ে ইতিমধ্যেই ফিসফিসানি শুরু হয়ে গিয়েছে। ভূমির গোপন প্রেমিকে নিয়ে খুব বেশি তথ্য মেলেনি। তবে বেশ কয়েকমাস ধরেই নাকি অভিনেত্রীর সঙ্গে মাখামাখি তাঁর।
শুধু চুমুর ভিডিয়োর জেরেই নয়, সিড-কিয়ারার বিয়ের পার্টিতে এমন খোলামেলা ব্লাউজ পরেও ট্রোলড হয়েছে ভূমি। ডিপ-কাট ব্লাউজের ফাঁকে প্রায় উন্মুক্ত ছিল ভূমির বক্ষযুগল। সেই নিয়েই কটূক্তির বন্যা। কেউ লিখেছেন, ‘এভাবে শাড়ি পরবার কী দরকার?’ অপর একজন লেখেন, ‘আন্টি ইমেজ ছেড়ে হট বেব হওয়ার চেষ্টায় ভূমি’। কেউ কেউ আবার অভিযোগ করেছেন লিপ-সার্জারি করেছেন ভূমি।
ভূমিকে শেষবার দেখা গিয়েছে ভিকি কৌশল ও কিয়ারার সঙ্গে ‘গোবিন্দ তেরা নাম’ ছবিতে। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল এই ছবি। যশ রাজ ফিল্মসের কাস্টিং ইউনিটে চাকরি করতেন ভূমি। এরপর নিজের ভারী চেহারার জোরে জিতে নেন ‘দম লাগাতে হেঁইসা’ ছবিতে অভিনয়ের সুযোগ। পরবর্তীতে ওজন ঝরিয়ে বলিউডে নতুন ইনিংস শুরু করেন অভিনেত্রী। ‘বধাই দো’, ‘টয়লেট এক প্রেম কথা’, ‘বালা’, ‘শুভ মঙ্গল সাবধান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন ভূমি। আগামিতে তাঁকে দেখা যাবে ‘ভিড়’, ‘দ্য লেডি কিলার’, ‘ভক্ষক’-এর মতো ছবিতে।
For all the latest entertainment News Click Here